England vs Ireland, Only Test Day 1: আর আট দিন পরে অ্যাশেজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজে নামার আগে ইংল্য়ান্ড নিজেদের নেট প্র্য়াকটিসটা সেরে নিতে চেয়েছিল আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে। কিন্তু ক্রিকেটের অ্যাসোসিয়েট সদস্য়ের বিরুদ্ধে বিশ্বের চার নম্বর টেস্ট টিম যে, এভাবে মুখ থুবড়ে পড়বে তা আশা করতে পারেননি কেউই।
ইংল্যান্ড এবং আয়ারল্য়ান্ডের মধ্য়ে একটি মাত্র টেস্ট অনুষ্ঠিত হচ্ছে লর্ডসে। বুধবার এই টেস্টের প্রথম দিনেই খবরের শিরোনামে জো রুটের ইংল্য়ান্ড। মধ্য়হ্ণ ভোজের বিরতির আগেই মাত্র ৮৫ রানে গুটিয়ে গেল ব্রিটিশরা। মাত্র ২৩.৪ ওভার স্থায়ী হল ইংল্য়ান্ডের ইনিংস। টস জিতে ব্যাটিং করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সদ্য় বিশ্বকাপ জেতা দেশ।
আরও পড়ুন: জো রুটদের জন্য় ট্রেসকথিককে নিয়ে আসছে ইসিবি
END OF INNINGS
???? England are 85 all out at lunch.
What a stunning bowling performance by @irelandcricket during this historic Test ????#LoveLords | #ENGvIRE pic.twitter.com/nOXlnckSIC
— Lord's Cricket Ground (@HomeOfCricket) July 24, 2019
এদিন ররি বার্নসের সঙ্গে এদিন ওপেন করতে নেমেছিলেন জেসন রয়। বিশ্বকাপ জয়ী রয় এদিন টেস্ট অভিষেক করলেন। কিন্তু ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে তাঁর প্রথম ম্য়াচ মোটেই স্মরনীয় হয়ে থাকল না। ১১ বল খেলে মাত্র ৫ রান করে আউট হলেন তিনি। ইংল্য়ান্ডের দ্বিতীয় ওপেনার বার্নস যখন ফিরলেন তখন ইংল্য়ান্ডের স্কোরবোর্ডে ৩৬ রান। এরপর তিনে ব্য়াট করতে নামা জো ডেনলি খানিকক্ষণ ক্রিজে সময় কাটালেন। ২৮ বলে ২৩ রান করে এলবিডব্লিউ হন তিনি। ঘটনাচক্রে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার তিনিই।
এরপর জো রুট (২) আর জনি বেয়ারস্টোর (০) উইকেট ব্য়াক-টু-ব্য়াক হারায় ইংল্য়ান্ড। ৪২ রানে পাঁচ থেকে ৮৫ রানে ১০ উইকেট চলে যায় তাদের। শেষের দিকে স্য়াম কারেন (১৮) ও ওলি স্টোন (১৯) কিছুটা লড়াইয়ের চেষ্টা চালান। ওলিও এদিন ইংল্য়ান্ডের হয়ে অভিষেক করেন।
The most economical figures for anyone on the Lord's Honours Boards.
Take a bow, @tjmurtagh, what an achievement on your home ground ????#LoveLords | #ENGvIRE
— Lord's Cricket Ground (@HomeOfCricket) July 24, 2019
ইংল্যান্ডকে এদিন একাই শেষ করে দিলেন টিম মুরটাগ। ৯ ওভার বল করে তুলে নিলেন পাঁচ উইকেট। ২টি মেডেন দিয়ে মাত্র ১৩ রান খরচ করেছেন তিনি। বার্নস, রয়, বেয়ারস্টো, মঈন আলি এবং ক্রিস ওকস তাঁর শিকার হন। শুধু মর্টাগের কথা বললেই হবে না। এদিন আয়ারল্য়ান্ডের হয়ে অভিষেক করে ছাপ রাখলেন মার্ক আদেয়ার। তিন উইকেট পান তিনি। বাকি দুই উইকেট ডব্লিউবি র্যাঙ্কিনের।