Ben Stokes: IPL-এর পর বিসর্জন টি২০ বিশ্বকাপও! ভারতের কাছে লজ্জার হারের পরেই মন খারাপের ঘোষণা বিশ্বজয়ীর

Ben Stokes fitness: ভারত সফরে এসে একমাত্র ধর্মশালা টেস্টের তৃতীয় এবং চতুর্থদিন বোলিং করতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুধু নয়, সমস্ত ক্রিকেট সূচির জন্য ফিটনেস দিক থেকে সর্বোচ্চ স্থানে থাকাই তাঁর লক্ষ্য।

Ben Stokes fitness: ভারত সফরে এসে একমাত্র ধর্মশালা টেস্টের তৃতীয় এবং চতুর্থদিন বোলিং করতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুধু নয়, সমস্ত ক্রিকেট সূচির জন্য ফিটনেস দিক থেকে সর্বোচ্চ স্থানে থাকাই তাঁর লক্ষ্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL, t20 World Cup, আইপিএল, টি২০ ওয়ার্ল্ড কাপ

IPL-t20 World Cup: মার্কিন যুক্তরাষ্ট্রে এবার বসছে টি২০ বিশ্বকাপের আসর (আইসিসি এবং আইপিএল)

T20 World Cup and IPL: ফিটনেসের ইস্যুতে আগেই আইপিএল-এ খেলছেন না। এবার আসন্ন জুনে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত টি২০ বিশ্বকাপ থেকেও বেন স্টোকস সরিয়ে নিলেন নিজেকে। ইসিবির তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, "বেন স্টোকস এদিন কনফার্ম করেছেন আসন্ন টি২০ বিশ্বকাপ থেকে নিজেকে নির্বাচনের বাইরে থাকবেন।"

Advertisment

ভারত সফরে এসে একমাত্র ধর্মশালা টেস্টের তৃতীয় এবং চতুর্থদিন বোলিং করতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুধু নয়, সমস্ত ক্রিকেট সূচির জন্য ফিটনেস দিক থেকে সর্বোচ্চ স্থানে থাকাই তাঁর লক্ষ্য।

বেন স্টোকস বলেছেন, "ফিটনেসের সর্বোচ্চ পর্যায় অর্জন করে নিজেকে অলরাউন্ডার হিসাবে দলের কাজে লাগাতে চাই। আইপিএল এবং ওয়ার্ল্ড কাপ আত্মত্যাগ হিসাবেই দেখছি। আসন্ন ক্রীড়া সূচিতে নিজেকে যে অলরাউন্ডার হিসাবে দেখতে চাই, আশা করছি তা অর্জন করতে পারব।"

Advertisment

আরও পড়ুন-  আম্বানিদের বৈঠকে ডাকল জয় শাহের বোর্ড! আরও কোটি কোটি টাকার ছররা হবে IPL-এ

"হাঁটুতে অস্ত্রোপচার এবং ক্রিকেট থেকে নয় মাস বাইরে থাকার পর গত ভারত সিরিজ দেখিয়ে দিয়েছে, বোলিংয়ে আমি কতটা পিছিয়ে রয়েছি। টেস্ট সিজন শুরুর আগে ডারহ্যামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে চাই। আমাদের খেতাব ধরে রাখার জন্য জস (বাটলার), মটি-দের(ম্যাথু মট) জন্য শুভকামনা রইল।"

গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার বিশ্বকাপ অভিযান শুরু করবে ৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে, বার্বাডোজের কিংসটন ওভালে। এরপরে বার্বাডোজ এবং এন্টিগায় ইংল্যান্ড গ্রুপ পর্বের বাকি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, ওমান এবং নামিবিয়ার বিপক্ষে।

Ben Stokes England T20 World Cup England Cricket Team