/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/England-wins.jpg)
জয়ের পর রুটদের উচ্ছ্বাস (ছবি শ্রীলঙ্কা ক্রিকেটের টুইটার)
ইংল্যান্ড ৩৪২ ও ৩২২/৬ডি
শ্রীলঙ্কা ২০৩ ও ২৫০
২১১ রানে জয়ী ইংল্যান্ড
ম্যাচের সেরা: বেন ফোকস
প্রায় দু’বছরেরও বেশি সময় পর বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল জো রুট অ্যান্ড কোং। গলে ২১১ রানে জিতল ইংল্যান্ড।শেষ ১৩টি ম্যাচে বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায়নি ব্রিটিশরা। এর মধ্যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড সফর রয়েছে। অবশেষে তাদের ‘ট্রাভেল সিকনেস’ কাটল। এক দিন বাকি থাকতেই টেস্টের ফয়সলা হয়ে গেল।
England won the 1st Test by 211 runs and take 1-0 lead in the 3-match series!
ENG 342 & 322/6d vs SL 203 & 250-all out (Mathews 53, Kusal Mendis 45 : Moeen Ali 4/71, Jack Leach 3/60) #SLvENGpic.twitter.com/Ga6MHv5Jlv
— Sri Lanka Cricket (@OfficialSLC) November 9, 2018
গল টেস্টের প্রথম ইনিংসে বেন ফোকসের শতরানে (১০৭) ভর করে ইংল্যান্ড ৩৪২ রান তুলেছিল। দিলরুয়ান পেরেরা পাঁচ উইকেট পান ও সুরঙ্গ লকমল নেন তিন উইকেট। জবাবে দীনেশ চণ্ডীমলের শ্রীলঙ্কা ২০৩ রানে অলআউট হয়ে যায়। মইন আলি একাই চার উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে কিটন জেনিংসের ১৪৬ রানের ব্যাটে ইংল্য়ান্ড ছয় উইকেট হারিয়ে ৩২২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় ইনিংস শেষ হয় যায় মাত্র ২৫০ রানে। দ্বিতীয় ইনিংসেও মইন আলি চার উইকেট পান। তাঁর সতীর্থ স্পিনার জ্যাক লিচ নেন তিন উইকেট। মইন ১৩৭ রানে আট উইকেট পেলেন। এটাই তাঁর কেরিয়ারের সেরা পরিসংখ্যান।
আরও পড়ুন: এক মাঠেই ১০০ উইকেট, বিদায়ী টেস্টে বিরল কৃতিত্ব হেরাথের
অন্যদিকে গল টেস্ট খেলেই ক্রিকেটকে আলবিদা বললেন শ্রীলঙ্কার তারকা স্পিনার রঙ্গনা হেরাথ। ৪৩৩ উইকেটে কেরিয়ার শেষ করলেন তিনি। বিশ্বের তৃতীয় বোলার ও দ্বিতীয় স্পিনার হিসেবে টেস্ট ম্য়াচে একই মাঠে একশো বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন হেরাথ। এই বিরল কৃতিত্ব রয়েছে শুধু কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীথরন ও ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসনের।
#ThankYouHerath#Legendpic.twitter.com/MSZCvB9aIQ
— Sri Lanka Cricket (@OfficialSLC) November 9, 2018