Advertisment

Sunil Gavaskar: কোহলি-রোহিতদের টাকা দেখে জ্বলে-পুড়ে খাক ইংরেজ ক্রিকেটাররা! বিস্ফোরক মন্তব্য এবার সানির

Sunil Gavaskar on England Cricketers: ইংল্যান্ডের স্যাম কুরানকে পঞ্জাব কিংস ১৮.৫ কোটি টাকায় কিনেছিল। আর গতবারের আইপিএলে বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকায় কিনেছিল চেন্নাই সুপার কিংস। সেটাই আইপিএলে ইংরেজ ক্রিকেটারদের সর্বোচ্চ দর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gavaskar, Ben Stokes

Gavaskar-Ben Stokes: ভারতের কাছে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ 'অ্যান্টনি ডি মেলো' ট্রফিতে ৪-১ ব্যবধানে নাস্তানাবুদ হয়েছে ইংল্যান্ড। (ছবি-ইনস্টাগ্রাম)

Sunil Gavaskar on English cricket: ভারতীয় ক্রিকেটাররা আইপিএল খেলে যে পরিমাণ অর্থ পান, ইংরেজ ক্রিকেটাররা সেসব দেখে হজম করতে পারেন না। সদ্য ভারতের কাছে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হওয়া ইংল্যান্ডের ক্রিকেটারদের এভাবেই একহাত নিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার।

Advertisment

সম্প্রতি ভারতের কাছে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ 'অ্যান্টনি ডি মেলো' ট্রফিতে ৪-১ ব্যবধানে পরাজিত হয়েছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়া প্রমাণ করে দিয়েছে গালফুলিয়ে ইংরেজরা যে বাজবল নিয়ে ঢক্কানিনাদ চালাচ্ছিল, তা আসলে বাজে বল। ব্রিটিশ ক্রিকেটারদের সেই কাটা ঘায়েই এবার আইপিএলকে সামনে রেখে নুনের ছিটে দিলেন কিংবদন্তি গাভাসকার।

সিরিজ হারার পর ভাঙলেও মচকাব না ভঙ্গিতে বেন স্টোকসরা বলে গিয়েছেন, ভারত দেশের মাটিতে ভালো খেলে। তার জবাবে কিংবদন্তি ক্রিকেটারের অভিযোগ, বেন স্টোকসের দল কেবল বেশি বকবক করে। তারা কাজের কাজটা কিছুই করতে পারে না। কারণ, তাদের মধ্যে একটা সুপিওরিটি কমপ্লেক্স কাজ করে। আর, সেই কারণেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদের হামেশাই বিতণ্ডা শুরু হয়ে যায়।

কিন্তু, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এমনটা নন। তাঁরা অনেক বেশি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন বলেই দাবি করেছেন গাভাসকার। তিনি বলেছেন, 'ইংল্যান্ড ক্রিকেটাররা এমন একটা ভাব করছিল, যেন তাঁরা ভারতে এসে দয়া করেছে। ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলই ইংল্যান্ডকে পুরো ধ্বংস করে দিয়েছে। দেখে খুব মজা লাগল। ইংল্যান্ড ক্রিকেটাররা ভারত সফরে এসে এমন একটা ভাব করছিল যেন ওরা এখানে এসে আমাদের দয়া করেছে। এমনকী, ভারতীয় বোর্ডের যে কর্তারা বিভিন্ন বিমানবন্দরে ইংল্যান্ডের ক্রিকেটারদের স্বাগত জানাতে যাচ্ছিলেন, তাঁদের মুখচোখ দেখেও মনে হচ্ছিল যেন, ইংল্যান্ড আসায় বাধিত হয়েছেন।'

কিন্তু, অস্ট্রেলিয়ানদের দেখুন। ওরা সবসময় ভালো খেলে। ভারতের সংস্কৃতির সঙ্গেও খাপ খাইয়ে নিতে চাইছে। আর, এই কারণেই অজিরা একটা সোনার হাঁসকে চিনতে পেরেছে। আইপিএল সত্যিই সোনার হাঁস। শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই নন। অস্ট্রেলিয়ার যে ফিজিও, কোচ, ট্রেনাররা এসেছেন বা আসছেন, তাঁরাও কার্যত ঘরে বসেই প্রচুর রোজগার করে যাচ্ছেন।' গাভাসকার অবশ্য মিথ্যা কিছু বলেননি। এবারের আইপিএলেই প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের বিপুল অর্থ খরচ করে চুক্তিবদ্ধ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

আরও পড়ুন- গোপন রাখতে চেয়েছিলেন গিল, ফাঁস করলেন অ্যান্ডারসন! সিরিজ শেষ হলেও ধুন্ধুমার বিতর্ক জারিই থাকল

সেখানে তুলনা টানলে কী দেখা যায়? ইংল্যান্ডের স্যাম কুরানকে পঞ্জাব কিংস ১৮.৫ কোটি টাকায় কিনেছিল। আর গতবারের আইপিএলে বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকায় কিনেছিল চেন্নাই সুপার কিংস। সেটাই আইপিএলে ইংরেজ ক্রিকেটারদের সর্বোচ্চ দর। গাভাসকারের অভিযোগ, আইপিএলে ব্যর্থতার এই সব হতাশা থেকেই ইংরেজ ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের স্লেজিংয়ের রাস্তায় হেঁটেছে। ভারতীয় ক্রিকেট নিয়ে হাজারো গালমন্দ করছে। কিন্তু, লাভের লাভ বলতে কিছুই হয়নি। উলটে ভারতই যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেল, দেবদত্ত পারিক্কল আর আকাশদীপের মত প্রতিভাবান ক্রিকেটারদের পেয়ে গিয়েছে। যা টিম ইন্ডিয়াকে তারুণ্য আর প্রতিভায় ভরিয়ে দিয়েছে।

cricket IPL Sunil Gavaskar England Cricket Team Indian Cricket Team
Advertisment