Advertisment

Brydon Carse banned: একসঙ্গে ৩০৩ বার জুয়া, বিশ্বকাপ শুরুর আগেই কলঙ্কিত ইংল্যান্ড, নিষিদ্ধ তারকা ক্রিকেটার

Brydon Carse England: জানা গিয়েছে, তিনি এমন ম্যাচে বাজি ধরেছিলেন, যে ম্যাচে তিনি সরাসরি অংশগ্রহণ করেননি। তবে তাঁর অপরাধ সাম্প্রতিক সময়ে নয়। পাঁচ বছর আগে ২০১৭-২০১৯ এর মধ্যে তিনি ৩০৩ বার বাজি ধরেছিলেন। এর আগেও কার্সকে ১৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
England Cricket Team, t20 World Cup 2024

England Cricket Team: টি২০ বিশ্বকাপের অন্যতম ফেভারিট এবার ইংল্যান্ড (টুইটার)

Brydon Carse betting ban: ইংল্যান্ডের তারকা পেসার ব্রাইডন কার্সকে তিন মাসের জন্য নিষিদ্ধ করল আইসিসি। ক্রিকেটের গড়াপেটা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করার সঙ্গেই জুয়া খেলার দায়ে অভিযুক্ত তিনি। আসন্ন গ্রীষ্মেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের হয়ে টেস্টে অভিষেক ঘটানোর সম্ভবনা ছিল ব্রাইডনের। তবে সেই সম্ভবনায় জল পড়ে গেল আচমকা।

Advertisment

জানা গিয়েছে, তিনি এমন ম্যাচে বাজি ধরেছিলেন, যে ম্যাচে তিনি সরাসরি অংশগ্রহণ করেননি। তবে তাঁর অপরাধ সাম্প্রতিক সময়ে নয়। পাঁচ বছর আগে ২০১৭-২০১৯ এর মধ্যে তিনি ৩০৩ বার বাজি ধরেছিলেন। এর আগেও কার্সকে ১৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

ইসিবির তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রিকেটের নিয়ামক সংস্থার সিদ্ধান্তে তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে গত পাঁচ বছরে তারকা ক্রিকেটার যেভাবে পরণতিবোধ দেখিয়েছেন, তার-ও প্রশংসা করেছে ইসিবি।

"আমরা এই বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং ক্রিকেটে দুর্নীতিবিরোধী লঙ্ঘনের কোনো প্রকারকে ক্ষমা করার প্রশ্নই নেই। আমরা আইসিসির সিদ্ধান্তকে সমর্থন করছি। ব্রাইডন এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করেছে এবং অনুতপ্ত। আমরা সন্তুষ্ট যে ব্রাইডন এই নিয়ম লঙ্ঘনের পর থেকে পাঁচ বছরে অনেক পরিণতিবোধ দেখিয়েছে। এবং নিজের দায়িত্ব সম্পর্কে আরও বেশি সচেতন হয়েছে।" এমনটাই লিখেছে ইসিবি।

ব্রাইডন নিজেও অপরাধ স্বীকার করে নিয়েছেন। বলেছেন, "যদিও এই জুয়া ধরার বিষয়টি বেশ কয়েক বছর আগের, তবে এটা কোনও অজুহাত হতে পারে না এবং আমি আমার ক্রিয়াকলাপের জন্য সম্পূর্ণ দায়বদ্ধ। আমার জন্য এই কঠিন সময়ে সমর্থন করার জন্য আমি ইসিবি, ডারহাম ক্রিকেট এবং পিসিএকে ধন্যবাদ জানাতে চাই। আমি মাঠে ফিরে এই সমর্থনের ঋণ মেটাতে চাই। এই বিষয়টি নিশ্চিত করার জন্য আগামী ১২ সপ্তাহ কঠোর পরিশ্রমে ডুবিয়ে দেব নিজেকে।"

টেস্টে না খেললেও ব্রাইডন ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ১৪ ওয়ানডে এবং ৩ টি টি২০ ম্যাচে অংশ নিয়েছেন।

ICC England Cricket Team Cricket News England
Advertisment