বিরাট কোহলিকে একসময় বিয়ে করতে চেয়েছিলেন। প্রকাশ্যে কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়ে ক্রিকেট বিশ্বে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানি ওয়াট। বৃহস্পতিবার তিনি বড়সড় চমকে এবার পার্টনার জিওর্জি হজের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করে দিলেন।
ড্যানির বান্ধবী জিওর্জি একজন ফুটবল এজেন্ট। সিএএ নামের একজন ফুটবল এজেন্সির হেড জিওর্জি। দক্ষিণ আফ্রিকায় দুজনে এনগেজমেন্ট পর্ব সারলেন এবার। তারকা ক্রিকেটার নিজের চুম্বনরত ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে লিখলেন, “আজীবনের জন্য আমার।”
ড্যানি সোশ্যাল মিডিয়ায় সুসংবাদ ভাগ করে নেওয়ার পরেই শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন তিনি। একজন তাঁর ইন্সটা-পোস্টের তলায় কমেন্ট করেন, “ভালবাসা ভালবাসাই হয়। তোমাদের দুজনের জন্য অনেক শুভেচ্ছা রইল।” অন্য এক নেটিজেন লেখেন, “ওহ, কী দারুণ ছবি! তোমাদের।শুভেচ্ছা জানাই।”
যাইহোক, ৪৮ ঘন্টা পরেই মহিলাদের আইপিএল শুরু হতে চলেছে। ডব্লিউপিএল-এর নিলামে অবিক্রিত থেকেছেন ড্যানি ওয়াট। অবিক্রিত ড্যানি সোশ্যাল মিডিয়ায় নিজের হতাশাও ব্যক্ত করেছিলেন। তবে এখনও পরিবর্ত হিসাবে টুর্নামেন্টে যোগ দেওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে।
২০২৩ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনো ইংল্যান্ড দলের সদস্য ছিলেন ওয়াট। ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক পর্যায়ে ওয়াট ১০২টি ওয়ানডে, ১৪৩টি টি২০ খেলেছেন। ওয়ানডেতে ১৭৭৬ রানের পাশাপাশি ২৭টি উইকেটও দখল করেছেন। টি২০-তে তাঁর নামের পাশে ২৩৬৯ রান এবং ৪৬ উইকেট।
Read the full article in ENGLISH