Advertisment

ফেয়ারওয়েল ম্যাচে গোল না করার আক্ষেপ রুনির

এক বছর আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ওয়েন রুনি। কিন্তু সেদেশের ফুটবল অ্যাসোসিয়েশন এভাবে তাঁদের অন্য়তম সেরা ফুটবলারকে বিদায় জানাতে চায়নি। রুনির জন্যই একটা প্রীতি ম্যাচের আয়োজন করেছিল ইংল্যান্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
Wayne Rooney farewell match

ফেয়ারওয়েল ম্যাচে গোল না করার আক্ষেপ রুনির (ছবি টুইটার)

এক বছর আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ওয়েন রুনি। কিন্তু সেদেশের ফুটবল অ্যাসোসিয়েশন এভাবে তাঁদের অন্য়তম সেরা ফুটবলারকে বিদায় জানাতে চায়নি। রুনির জন্যই একটা প্রীতি ম্যাচের আয়োজন করেছিল ইংল্যান্ড। বৃহস্পতিবার ওয়েম্বলে স্টেডিয়ামে দেশের জার্সিতে শেষবার ইউএসএ-র বিরুদ্ধে মাঠে নামলেন রুনি। থ্রি লায়ন্স ৩-০ গোলে হারাল ইউএসকে। কিন্তু বিদায়ী ম্যাচে গোলের দেখা পেলেন না রুনি।

Advertisment

ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রুনি ম্যাচে ৫৮ মিনিটে নেমেছিলেন। যদিও এই ম্যাচে বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ২৫ মিনিটে জেসে লিনগার্ড ও ২৭ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড গোল করে স্কোরলাইন ২-০ করেন। ম্যাচের ৭৭ মিনিটে ইউএসএ-র কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় ক্যালাম উইলসন। এদিন রুনির গর্জেন ওয়েম্বলতে শব্দব্রহ্ম তৈরি হয়েছিল। দেশের নায়ককে বিদায় জানাতে এসেছিলেন ৬৮ হাজার ১৫৫ জন মানুষ। রেফারির শেষ বাঁশির সঙ্গেই রুনির চোখ ছলছল করে উঠল। চোখের জলেই বিদায় জানালেন ইংল্যান্ডকে।

আরও পড়ুন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই সর্বকালের সেরা বাছল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ম্যাচ শেষে রুনি বললেন, “অসাধারণ একটা রাত। দুর্দান্ত ভাবে আন্তর্জাতিক কেরিয়ারটা শেষ করতে পারলাম। ছেলেরা দারুণ খেলেছে। আমি আজ গোল করতে পারলাম না। এই আক্ষেপটা থেকে যাবে। কিন্তু আজীবন ম্যাচটা মনে রাখব। এবার আমি আরাম করে বসে দলের খেলা দেখতে পারব। আমার মতে ইংল্য়ান্ড এখন ভাল হাতেই রয়েছে।" রুনি আপাতত মার্কিন মুলুকে মেজর লিগ সকার খেলেন। ডিসি ইউনাইটেডের জার্সিতে দেখা যায় ম্যাঞ্চেস্টার ইউনাটেডের প্রাক্তন স্টারকে। 

Football England
Advertisment