scorecardresearch

KKR-এ খেলা বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের বিদায়! অবসর নিয়ে বিরাট চমক এল সোমবার

অনেক হয়েছে ক্রিকেটকে বিদায় কেকেআরে খেলা বিদেশি সুপারস্টারের

KKR-এ খেলা বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের বিদায়! অবসর নিয়ে বিরাট চমক এল সোমবার

বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। সোমবার ক্রিকেটকে বিদায় জানানোর কথা টুইটে ঘোষণা করেছেন মর্গ্যান।

তিনি বলে দিয়েছেন, “গর্বের সঙ্গে জানাচ্ছি, আমি সমস্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলাম, এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়। ক্রিকেট আমাকে বছরের পর বছর ধরে প্রচুর দিয়েছে। ২০০৫-এ ইংল্যান্ডে চলে আসার পর মিডলসেক্সে যোগ দিই। তারপরে কেরিয়ারের শেষে খেললাম সাউথ আফ্রিকা টি২০-তে পার্ল রয়্যালসের হয়ে। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি।”

ইংল্যান্ডের জাতীয় দলে মর্গ্যানের সাফল্য প্রশ্নাতীত। ওয়ানডে বিশ্বকাপ তো বটেই টি২০ ওয়ার্ল্ড কাপেও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ১২৬টি ওয়ানডে, ৭৬টি টি২০ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। দুই ফরম্যাট মিলিয়ে জাতীয় দলকে ১১৮টি ম্যাচে জয় এনে দিয়েছেন।

আইপিএলে কেকেআরের হয়ে দুই পর্বে খেলেছেন। ২০২০ সিজনে দিনেশ কার্তিকের হাত থেকে কেকেআরের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। ২০২১-এও তাঁকে ক্যাপ্টেন রেখে আইপিএলে নেমেছিল নাইট রাইডার্স। মর্গ্যানের হাত ধরেই ফাইনালে পৌঁছেছিল কেকেআর। তবে তারপরের সিজনে নিলামের আগে রিলিজ করে দেওয়া হয় তারকাকে। নিলামে অবিক্রিত থেকে যান তারকা। ব্যাটিং ব্যর্থতার জন্য কেকেআর স্কোয়াডে আর জায়গা হয়নি মর্গ্যানের। ২০২১-এ মর্গ্যান ১৭ ম্যাচে ১৩৩ রান করেছিলেন ১১.০৮ গড়ে। স্ট্রাইক রেট ছিল ৯৫.৬৮।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: England ex skipper eoin morgan announces retirement from international cricket