Advertisment

দুষ্কৃতীর ছুরিতে আহত ফুটবলার, বাড়ি থেকে চুরি কয়েক হাজার

নিজের ঘটনা টুইটারে শেয়ার করার পরেই প্রত্যেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন প্রিয় ফুটবলারের কথা ভেবে। এরপরই টুইটারে সমর্থকদের ধন্যবাদ জানান তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নিজের বাড়িতে দুষ্কৃতীদের কাছে আক্রান্ত হলেন ইংল্যান্ড ও টটেনহ্যাম হটস্পারের তারকা মিডফিল্ডার ডেলে আলি। বুধবার উত্তর লন্ডনের নিজের বাড়িতেই আক্রান্ত হন তিনি। তারকা ফুটবলারকে ছুরি দেখিয়ে কয়েক হাজার পাউন্ডের জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এমনটাই জানানো হয়েছে ব্রিটিশ প্রচারমাধ্যমে।

Advertisment

ঘটনায় ২৪ বছরের ডেলে আলি এবং তার ভাই হ্যারি হিকফোর্ড দুজনেই আহত হয়েছেন, এমনটাই জানা গিয়েছে। বার্নেটে আলির ফ্ল্যাটে ঢুকে দুজন দুষ্কৃতী ছুরি চালিয়েছে। এমনটাই জানা গিয়েছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, "দুজন দুষ্কৃতী বেআইনিভাবে বাড়িতে ঢুকে ঘড়ি সমেত আরো দামি জুয়েলারি চুরি করে পালিয়েছে।"

"বাড়ির দুজন ব্যক্তি মুখে সামান্য আঘাত পেয়েছেন শারীরিক হেনস্থার পর। যদিও দুজনকে হসপিটালে যেতে হয়নি। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই বিষয়ে তদন্ত চালিয়ে যাবে পুলিশ।" আরো জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ডেলে আলি, তার ভাই হিকফোর্ড, তাঁদের দুই বান্ধবী এবং আরো একজন হাজির ছিলেন বাড়িতে ঘটনার সময়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সবাই কার্ড খেলেছিলেন। সেই সময়েই এই কাণ্ড ঘটে।

নিজের ঘটনা টুইটারে শেয়ার করার পরেই প্রত্যেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন প্রিয় ফুটবলারের কথা ভেবে। এরপরই টুইটারে সমর্থকদের ধন্যবাদ জানান পাশে থাকার জন্য। "ভয়ানক ঘটনা। তবে সবাই এখন সুস্থ রয়েছি। সমর্থনের জন্য ধন্যবাদ।"

করোনা ভাইরাস সংক্রমণের ধাক্কা কাটিয়ে জুনেই শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। সেই কারণে আগামী সপ্তাহেই অনুশীলনে ফেরার কথা ডেলে আলির।

Football EPL
Advertisment