Advertisment

দর্শক থাকুক বা নাই থাকুক, খেলোয়াড়দের খেলা উচিত, মত পিটারসনের

প্রায় দু'মাস ধরে গোটা বিশ্বেই বন্ধ হয়েছে ক্রিকেট। তবে পিটারসন মনে করেন একটি নিরাপদ পদক্ষেপ নিয়ে ক্রিকেটকে আবার ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করা উচিত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গোটা বিশ্ব করোনায় আক্রান্ত। গৃহবন্দি হয়েছে বহু দেশ। বন্ধ হয়েছে খেলাধূলো। তবে খেলাধূলোই পারে ভয়াল এই আবহে বিশ্বের মানুষের মনোবল বৃদ্ধি করতে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন কেভিন পিটারসন। তাই ক্লোজড ডোর হলেও খেলোয়াড়দের খেলে যাওয়া উচিত এমনটাই মত পিটারসনের।

Advertisment

প্রায় দু'মাস ধরে গোটা বিশ্বেই বন্ধ হয়েছে ক্রিকেট। তবে পিটারসন মনে করেন একটি নিরাপদ পদক্ষেপ নিয়ে ক্রিকেটকে আবার ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করা উচিত। সংবাদসংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "এই মুহুর্তে ফ্যানসদের, সাধারণ মানুষদের মনোবল বাড়ানো আমাদের দরকার। তাঁরা প্রত্যেকেই খুব নেতিবাচক সময়ের মধ্যে দিয়ে চলেছে। একমাত্র খেলাধূলোর মাধ্যমে তাকে ইতিবাচক দিকে ফিরিয়ে আনা যেতে পারে। করোনা ভাইরাসের প্রতিষেধক না পাওয়া পর্যন্ত আমাদের ক্লোজড ডোর-এই খেলা উচিত।"

প্রাক্তন ক্রিকেটার এও বলেন যে, "বেশ কিছু খেলোয়াড়রা তাঁদের খেলোয়াড়ি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাঁদের খেলাধূলো বন্ধ হয়ে গেলে কী করে হবে? দর্শক নেই তো কী হয়েছে। হ্যাঁ, তাঁরা হয়তো সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, কিন্তু মন থেকে তো পারবেন। ব্রডকাস্টিংয়ের মাধ্যমে তো তাঁরা থাকছেন।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England
Advertisment