Advertisment

ICC World Cup 2019, England vs New Zealand Highlights: নিউজিল্য়ান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রিটিশরা

ICC World Cup 2019, England vs New Zealand 2019 Highlights: নিউজিল্য়ান্ডকে ১১৯ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্য়ান্ড। লিগ টেবিলে অস্ট্রেলিয়া-ভারতের পর তিন নম্বরে শেষ করল তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
ENGvNZ, England vs New Zealand 2019 Live Score: ICC World Cup 2019 England vs New Zealand Live Score, England vs New Zealand Live Scorecard

ENGvNZ, England vs New Zealand 2019 Live Score: ICC World Cup 2019 England vs New Zealand Live Score, England vs New Zealand Live Scorecard

ICC World Cup 2019, England vs New Zealand Highlights: নিউজিল্য়ান্ডকে ১১৯ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্য়ান্ড। দেশের মাটিতেই ইয়ন মর্গ্য়ান অ্যান্ড কোং সেমিফাইনাল খেলবে। অস্ট্রেলিয়া-ভারতের পর তৃতীয় দল হিসেবে শেষ চারের টিকিট সংরক্ষণ করল ব্রিটিশরা। নিউজিল্য়ান্ডের শেষ চারের আশা ঝুলে রইল।

Advertisment

England vs New Zealand Highlights: England vs New Zealand 2019 World Cup 2019

Live Blog














22:57 (IST)03 Jul 19





















নিউজিল্য়ান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রিটিশরা

নিউজিল্য়ান্ডকে ১১৯ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্য়ান্ড। দেশের মাটিতেই ইয়ন মর্গ্য়ান অ্যান্ড কোং সেমিফাইনাল খেলবে। অস্ট্রেলিয়া-ভারতের পর তৃতীয় দল হিসেবে শেষ চারের টিকিট সংরক্ষণ করল ব্রিটিশরা। নিউজিল্য়ান্ডের শেষ চারের আশা ঝুলে রইল।

22:30 (IST)03 Jul 19





















জয়ের দরজায় টোকা মারছে ইংল্য়ান্ড

৬০ বলে ১৩৫, এটাই এখন কিউয়িদের টার্গেট। হাতে রয়েছে তাদের দুই উইকেট। বলে দেওয়ার প্রয়োজন নেই যে, ইংল্য়ান্ডের শেষ চারের রাস্তা ক্রমেই  প্রশস্ত হচ্ছে। জয় থেকে আর দুধাপ দূরে তারা। খেলার যবনিকা পতনের অপেক্ষায় চেস্টার-লি-স্ট্রিট।

21:38 (IST)03 Jul 19





















হাফ ডজন উইকেট হারাল নিউজিল্য়ান্ড

২৯ ওভারের মাথায় ছয় উইকেট হারিয়ে ফেলল নিউজিল্য়ান্ড। স্কোরবোর্ডে মাত্র ১৩০ রান তুলেছে তারা। জিমি নিশাম আর কলিন ডে গ্রান্ডহোমের উইকেট পরপর হারাল তারা। ম্য়াচের আধিপত্য় ইংরেজদের হাতে।

20:50 (IST)03 Jul 19





















ব্য়াক-টু-ব্য়াক উইকেট পেল ইংল্য়ান্ড

উইলিয়ামসন ও টেলর আউট, ১৭ ওভারের মাথায় চার উইকেট হারিয়ে ফেলল নিউজিল্য়ান্ড। স্কোরবোর্ডে মাত্র ৭০ রান তুলেছে তারা। কেন উইলিয়ামসন আর রস টেলরের উইকেট পরপর হারাল তারা। ম্য়াচের আধিপত্য় ইংরেজদের হাতে। ক্রিজে জিমি নিশাম ও টম ল্য়াথাম।

20:21 (IST)03 Jul 19





















টেলর-উইলিয়ামসন হাল ধরেছেন

রস টেলর আর কেন উইলিয়ামসন কিছুটা হলেও হাল ধরেছেন। প্রথমেই জোড়া উইকেট হারানোর ধাক্কা হজম করতে য কোনও দলেরই সময় লাগবে। ব্য়তিক্রম নয় নিউজিল্য়ান্ডও। ১৪ ওভারের খেলা শেষে তারা তুলল ৫৬ রান। ইংল্য়ান্ডও উইকেটের জন্য় মরিয়া

19:52 (IST)03 Jul 19





















দুই ওপেনারই প্য়াভিলিয়নে

নিকোলসের পর এবার গাপটিল! নিউজিল্য়ান্ডের দুই ওপেনারই ফিরে গেলেন প্য়াভিলিয়নে। আর্চারের বলে গাপটিল ক্য়াচ তুলে দিলেন উইকেটের পিছনে। বলাই বাহুল্য ইংরেজ বোলাররা দাপট দেখাচ্ছেন। মাত্র ৬ ওভারের মধ্য়েই জোড়া উইকেট চলে গেলে ব্ল্য়াকক্য়াপসদের। স্কোরবোর্ডে উঠল ১৬ রান। বলতে গেলে উইকেটটা বাটলারেরই। বাজ পাখির মতো উড়ে গিয়ে এক হাতে ক্য়াচ নিলেন তিনি।

19:28 (IST)03 Jul 19





















প্রথম ওভারেই উইকেট

আউট! মার্টিন গাপটিল আর হেনরি নিকোলস নেমেছিলেন রান তাড়া করতে।  ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন নিকোলস। ইংরেজ বোলাররা এই টুর্নামেন্টে দারুণ ফর্মে রয়েছেন। জোফ্রা আর্চার,  ক্রিস ওকস,  লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড। একেবারে তারকা খচিত লাইন আপ। কিউয়ি ব্য়াটসম্য়ানদের রীতিমতো সতর্ক থাকতে হবে। গাপটিলের সঙ্গী এখন কেন উইলিয়ামসন। নিউজিল্য়ান্ড এক উইকেট হারিয়ে তুলল ২ রান।

18:59 (IST)03 Jul 19





















ইনিংস ব্রেক

কে জিতবে আজকের ম্যাচে! আইসিসি-র পোলে ভোট দিন। 

18:56 (IST)03 Jul 19





















৩০৫ ইংল্যান্ডের

৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে শেষমেষ ৩০৫ তুলল ইংল্যান্ড। জয়ের জন্য নিউজিল্যান্ডকে ৩০৬ তুলতে হবে। একসময়ে ঝড়ের গতিতে এগোচ্ছিল ইংল্যান্ড। সেখান থেকে কিউয়ি বোলাররা যেভাবে চেন টানলেন রান তোলার গতিতে, তা যথেষ্ট প্রশংসনীয়। শেষ ওভারেও আদিল রশিদকে আউট করলেন সাউদি। ইংল্যান্ডের শুরুটা যথেষ্ট ভাল হয়েছিল, শেষটা ততটাই খারাপ হল। শেষ ২০ ওভারে ১১১ রান তুললেও হারাতে হল ৭টা উইকেট। পরপর উইকেট হারিয়েই পথ হারাল ইংরেজরা।

18:46 (IST)03 Jul 19





















লড়ছেন রশিদ-প্ল্যাঙ্কেট

18:35 (IST)03 Jul 19





















কিউয়িদের প্রত্যাবর্তনের নায়ক

18:34 (IST)03 Jul 19





















মর্গ্যান গন

ইংরেজদের উইকেট পতন অব্যাহত। অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন দলনেতা মর্গ্যান। হেনরির বলে আউট হওয়ার আগে ৪২ করে গেলেন তিনি। কভারে দুরন্ত ক্যাচ স্যান্টনারের। ৪৬.১ ওভারে ২৭২ ইংল্যান্ডের। প্ল্যাঙ্কেটের সঙ্গে ক্রিজে ব্যাট করতে এলেন আদিল রশিদ। 

18:30 (IST)03 Jul 19





















প্রত্যাবর্তন কিউয়িদের

ওপেনিং জুটিতে ১২৩ তুলেছিলেন বেয়ারস্টো-রয়। তারপর থিতু হতে পাচ্ছেন না কোনও ব্যাটসম্যানই। পরপর উইকেট হারিয়ে অনেকটাই ব্যাকফুটে ইংল্যান্ড। রান রেট কমে গিয়েছে।

18:14 (IST)03 Jul 19





















আউট স্টোকস

৫ উইকেট হারিয়ে ইংল্যান্ড ক্রমশ পথ হারাচ্ছে। এবার আউট হলেন বেন স্টোকস। স্যান্টনারের বল লং অনের উপর দিয়ে ছক্কা হাকাতে গিয়ে হেনরির হাতে ক্যাচ তুলে বিদায় নিলেন বিগ বেন! ২৭ বলে ১১ রানে ফিরলেন তিনি। নিউজিল্যান্ড অনেকটাই ফিরে এসেছে। পরপর আউটে রান রেটের গতিও কমে গিয়েছে। 

18:11 (IST)03 Jul 19





















মাঠের মুহূর্ত

17:50 (IST)03 Jul 19





















আউট বাটলার

বিধ্বংসী হওয়ার আগেই জস বাটলারকে ফেরালেন বোল্ট। ফুল লেংথের বল ড্রাইভ করতে গিয়ে কভারে উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে বিদায় নিলেন তিনি। ইংল্যান্ড ৪ উইকেট হারালেও স্কোরবোর্ডে বড় রান তোলা নিশ্চিত করে ফেলেছে। ক্রিজে ইওন মর্গ্যানের সঙ্গে ব্যাট করছেন বেন স্টোকস। ৩৬ ওভারে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ২২৬।

17:33 (IST)03 Jul 19





















ফেরালেন হেনরি

নিজের ৫০তম ওডিআই খেলছেন হেনরি। সেই ম্যাচেই বেয়ারস্টোকে ফেরালেন তিনি। 

17:29 (IST)03 Jul 19





















আউট রুট, বেয়ারস্টো

জো রুট আউট হয়ে ফিরে গিয়েছেন। তবে ইংল্যান্ডের ব্যাটিং একাই টানছিলেন জনি বেয়ারস্টো। তার আগে ৯৫ বলে ১০০ রানের দুর্ধর্ষ শতরান করে ফেললেন তিনি। শেষ পর্যন্ত ম্যাট হেনরির বলেই ফিরলেন তিনি। ব্যাটের কানায় লেগে আউট বেয়ারস্টো। ৩১.৪ ওভারে ইংল্যান্ড এখনই ২০৬। কোথায় থামবে ইংল্যান্ড, সেটাই দেখার।

16:56 (IST)03 Jul 19





















কর্তা-গিন্নি

শেষ হাসি হাসবেন কোন জন, কর্তা নাকি গিন্নি, জানা যাবে ম্যাচের পরে! 

16:56 (IST)03 Jul 19





















রুটের সমস্যা

রুটের নাক দিয়ে রক্তপাত! সামান্য সমস্যায় ইংরেজ তারকা ব্যাটসম্য়ান। জ্বর নাকি অন্য কিছু পরীক্ষা করতে মাঠে ছুটে গিয়েছেন ফিজিও। প্রাথমিক শ্রুশুষা সেরে রুট আবার ব্যাটিং স্টান্স নিলেন।

16:54 (IST)03 Jul 19





















বেয়ারস্টো-রুট চাপে রাখছেন কিউয়িদের

জনি বেয়ারস্টো নিশ্চিত শতরানের দিকে এগোচ্ছেন। জো রুটও ভাল সঙ্গ দিচ্ছেন তারকা ওপেনারকে। ২৬ ওভারে ইংল্যান্ডের স্কোরবোর্ডে উঠে গিয়েছে ১৬৮ রান। বেয়ারস্টো ৮০ এবং রুট ১৯ রানে ব্যাটিং করছেন। স্কোর প্রেডিক্টর বলছে, সাড়ে তিনশো করবে ইংল্যান্ড। পূর্বাভাস মিলবে?

16:25 (IST)03 Jul 19





















আউট রয়

অবশেষে নিউজিল্যান্ডকে কাঙ্খিত ব্রেক থ্রু এনে দিলেন জিমি নিশাম। নিশামের ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর বাউন্ডারি হাকিয়েছিলেন। তৃতীয় বলেই আউট!  ফুল লেংথের বলে শর্ট কভারে স্যান্টনারের হাতে ক্যাচ তুলে আউট হয়ে গেলেন জেসন রয়। ৬১ বলে ৬০ করলেন তিনি। ক্রিজে এলেন রুট। ১৯ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে ১২৪।

16:13 (IST)03 Jul 19





















রয়ের ব্যাটে ফুলকি

পরিসংখ্যান বলছে, শেষ ১৩বার যখন রয় হাফসেঞ্চুরি করেছেন জেসন রয়, হারের মুখ দেখেনি ইংল্যান্ড।

16:12 (IST)03 Jul 19





















হারিয়ে গেল বল

16:11 (IST)03 Jul 19





















বিধ্বংসী শুরু ওপেনারদের

কোনওভাবেই ইংরেজ ওপেনারদের থামাতে পারছে না নিউজিল্যান্ড। দুই জনেই অর্ধশতরান করে ব্যাটিং করছেন। জেসন রয় ৫৫ বলে এবং বেয়ারস্টো ৪৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। ১৪.৪ ওভারে তার আগেই স্কোরবোর্ডে তিন অঙ্কের রান যোগ করে ফেলেছেন দু-জনে। ১৭ ওভার শেষে ইংল্যান্ড আপাতত ১১১ রান। 

15:29 (IST)03 Jul 19





















ইংল্যান্ডের উড়ন্ত শুরু

মাত্র ৬.২ ওভারেই হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলল ইংল্যান্ড। শুরু থেকেই বুলেট ট্রেনের স্পিডে চলছেন দুই ইংরেজ ওপেনার। সাউদির ২ ওভার থেকেই দু-জনে তুলেছেন ২৩ রান। অন্য পেসার বোল্টও থামাতে পারছেন না দু-জনকে। জেসন রয় ১৯ রানে এবং বেয়ারস্টো ২৯ রানে ব্যাটিং করছেন। ওভার পিছু ৮ রান করে তুলছে ইংল্যান্ড। এই জুটি ভাঙতে না পারলে কিউয়িদের সামনে বিপদ অপেক্ষা করছে। ৭ ওভারে শেষে ইংল্যান্ড ৫৩।

15:17 (IST)03 Jul 19





















ঝড় উঠবে রয়ের ব্যাটে?

ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয় বরাবরের মতো ওপেন করতে নেমেছেন। এখনও পর্যন্ত দু-জনকে রুদ্রমূর্তি ধরতে দেননি স্যান্টনার, বোল্ট এবং সাউদি। তবে ঝড় ওঠার আগাম পূর্বাভাস হিসেবে রয়, বেয়ারস্টো দুজনেই জোড়া বাউন্ডারি হাকিয়েছেন। ৪ ওভার শেষে ইংল্যান্ড ৩১। 

15:11 (IST)03 Jul 19





















প্রথম একাদশ

15:05 (IST)03 Jul 19





















বোলিং শুরু স্যান্টনারে

15:01 (IST)03 Jul 19





















টস আপডেট

টসে জিতে ব্যাটিং নিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান। নিউজিল্যান্ডকে গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়া করতে হবে।

মঙ্গলবার হাড্ডাহাড্ডি ম্যাচে ভারত হারিয়েছে বাংলাদেশকে। ভারতের কাছে হেরে সেমিফাইনালে ওঠার দৌঁড় থেকে ছিটকে গিয়েছে শাকিবরা।
cricket England New Zealand Cricket World Cup
Advertisment