কোহলিকে বিয়ের প্রস্তাব দেওয়া ক্রিকেটার এবার চাহালকে নিয়ে করলেন চাঞ্চল্য়কর মন্তব্য়

ভারতের রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালের ছবিতে মজার কমেন্ট করলেন ইংল্য়ান্ডের মহিলা ক্রিকেটার ড্য়ানিয়েল ওয়াট। চাহাল ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে কুলদীপ যাদবের ফটো সেশনের একটি ছবি পোস্ট করেছিলেন।

ভারতের রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালের ছবিতে মজার কমেন্ট করলেন ইংল্য়ান্ডের মহিলা ক্রিকেটার ড্য়ানিয়েল ওয়াট। চাহাল ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে কুলদীপ যাদবের ফটো সেশনের একটি ছবি পোস্ট করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
England Woman Cricketer Danielle Wyatt Teases Yuzvendra Chahal

কোহলিকে বিয়ের প্রস্তাব দেওয়া ক্রিকেটার এবার চাহালকে নিয়ে মন্তব্য় করলেন

ভারতের রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালের ছবিতে মজার কমেন্ট করলেন ইংল্য়ান্ডের মহিলা ক্রিকেটার ড্য়ানিয়েল ওয়াট। চাহাল ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে কুলদীপ যাদবের ফটো সেশনের একটি ছবি পোস্ট করেছিলেন।

Advertisment

চাহালের ছবি দেখে ড্য়ানিয়েল একটা অট্টহাসির ইমোজি দিয়ে লিখলেন, "আমার মনে হয়, তুমি আমার থেকে বেঁটে"। ঘটনাচক্রে চাহালের উচ্চতা সাড়ে পাঁচ ফুটের কাছাকাছি। অন্য়দিকে ড্য়ানিয়েল পাঁচ ফুটের খানিক বেশি।

আরও পড়ুন-ভোর পাঁচটায় মহিলা ক্রিকেটারকে ‘প্রস্তাব’, আইপিএলের মাঝেই কোহলির কীর্তি ফাঁস

View this post on Instagram

Making headshots look fun here in Chennai ???? ????????

A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23) on

Advertisment

আরও পড়ুন-কোহলিকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, এবার কী বললেন এই ব্রিটিশ ক্রিকেটার!

ড্য়ানিয়েল ওয়াট ভারতীয় ফ্য়ানেদের কাছে অত্য়ন্ত পরিচিত মুখ। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের সময় তিনি বিরাট কোহলির ব্য়াটিংয়ে এতটাই মোহিত হয়েছিলেন যে, তাঁকে সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছিলেন।

ওই বছরের শেষের দিকে ড্যানিয়েলকে নিজের একটি ব্যাটও উপহার দিয়েছিলেন কোহলি। গতবছরেরে শেষের দিকে শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছিল।

আরও পড়ুন-৮০ শতাংশ ম্য়াচ-ফি কাটা গেল ওয়েস্ট ইন্ডিজের

চেন্নাইতে উইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলেননি চাহাল। প্রথম একাদশে ছিলেন কুলদীপ যাদব। কিন্তু ভারতের চায়নাম্যান ১০ ওভার হাত ঘুরিয়ে কোনও উইকেট পাননি চিপকে। দিয়েছিলেন ৪৫ রান।

Yuzvendra Chahal