Advertisment

ঘরের মাঠে টি-২০ সিরিজ খোয়াল ভারত

এক ম্য়াচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-০ ছিনিয়ে নিল ইংল্যান্ড। বৃহস্পতিবার গুয়াহাটির বরসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
England have sealed the T20I series in India 2-0 with one game to go!

ঘরের মাঠে টি-২০ সিরিজ খোয়াল ভারত (ছবি-টুইটার/আইসিসি)

এক ম্য়াচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-০ ছিনিয়ে নিল ইংল্যান্ড। বৃহস্পতিবার গুয়াহাটির বরসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল। এদিন পাঁঁচ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় হিথার নাইটের ইংল্যান্ড। এই নিয়ে টানা হাফ ডজন টি-২০ হারল ভারত। অথচ এর আগে ভারত টানা আটটি টি-২০ ম্যাচ জিতেছিল। এর আগে মিতালি রাজের ভারত ওয়ান-ডে সিরিজ ২-১ জিতেছিল। কিন্তু টি-২০ সিরিজ খোয়াতে হল স্মৃতি মন্ধনাদের।

Advertisment

সিরিজের প্রতিটি ম্যাচই গুয়াহাটির  বরসাপারা ক্রিকেট স্টেডিয়ামই আয়োজন করছে। গত সোমবার প্রথম ম্যাচে ভারতকে ৪১ রানে হারিয়েই সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। এদিন ভারত জিততে পারলে সিরিজের রঙ বদলে যেত। কিন্তু দ্বিতীয় ম্যাচেও হারতে হল ভারতকে।

আরও পড়ুন: মিতালি রাজ: লং লিভ দ্য কুইন, কিন্তু…

এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নাইট। কিন্তু এদিন ব্যাট করতে নেমে স্মৃতিদের কেউই সেভাবে বেশিক্ষণ ক্রিজে সময় কাটাতে পারেনি। দলের সর্বোচ্চ স্কোরার মিতালি (২৭ বলে ২০)। ২০ ওভারে ভারত আট উইকেট হারিয়ে মাত্র ১১১ রান তোলে স্কোরবোর্ডে। ইংল্যান্ডের হয়ে ক্যাথরিন ব্রান্ট তিনটি উইকেট পেয়েছেন। ভারতের রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ওপেনার ড্যানিয়েল ওয়াট ৫৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ব্যাটেই জয় ছিনিয়ে আনে ইংল্যান্ড। আগামী শনিবার নিয়মরক্ষার ম্যাচে নামবেন স্মৃতি-নাইটরা।

Mithali Raj
Advertisment