Advertisment

বিশ্বকাপজয়ী ইংল্যান্ড কিংবদন্তি জ্যাক চার্লটন প্রয়াত

লিডস ইউনাইটেডের হয়ে খেলতেন তিনি ক্লাবস্তরে। ১৯৫২-১৯৭৩ গোটা কেরিয়ারের খেলেছেন একই ক্লাবে। লিডসের হয়ে সবথেকে বেশিবার মাঠে নামার (৭৭৩বার) কীর্তিও তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জ্যাক চার্লটন

বিশ্বকাপ জিতেছিলেন দেশের জার্সি গায়ে। বিখ্যাত ভাইয়ের পাশাপাশি তিনিও কিছু কম ছিলেন না। সেই জ্যাক চার্লটন এবার ৮৫ বছর বয়সে প্রয়াত হলেন। ভাই বিখ্যাত ববি চার্লটন। ১৯৬৬ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি।

Advertisment

পরিবারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, "শুক্রবার জুলাই মাসের ১০ তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নর্থমল্যান্ডের বাড়িতে।ছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর।" প্রয়াত কিংবদন্তিকে সম্মান জানাতে চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগের ম্যাচে ফুটবলাররা হাতে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন।

লিডস ইউনাইটেডের হয়ে খেলতেন তিনি ক্লাবস্তরে। ১৯৫২-১৯৭৩ গোটা কেরিয়ারের খেলেছেন একই ক্লাবে। লিডসের হয়ে সবথেকে বেশিবার মাঠে নামার (৭৭৩বার) কীর্তিও তাঁর। ঘরোয়া ফুটবলের সমস্ত সম্মানই পেয়েছেন। ১৯৬৯ সালে লিগ খেতাব জেতে লিডস। গত বছরই লিম্ফমা রোগ ধরা পড়ে তার। পাশাপাশি স্মৃতিভ্রম রোগও ছিল তাঁর।

রক্ষণ ভাগের দুরন্ত ফুটবলার ছিলেন। ডাক নাম ছিল 'বিগ জ্যাক'। বিয়ার এবং সিগারেট ইমেজের জন্য বিখ্যাত। ১৯৬৭ সালে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হন তিনি। খেলা ছেড়ে দেওয়ার পর কোচিংয়ের আসেন তিনি। আয়ারল্যান্ডের প্রথম বিদেশি কোচ হয়েছিলেন। ডিরেক্ট শারীরিক আগ্রাসী ফুটবলে রপ্ত করেছিলেন আইরিশদের। তাঁর কোচিংয়ে আয়ারল্যান্ড তিনটে মেজর ট্রফিও জেতে।

Football England
Advertisment