Advertisment

ইংল্যান্ডের ভারত সফর স্থগিত, জানিয়ে দিল বিসিসিআই

বোর্ডের সচিব জয় শাহ এদিন জানান, "ক্রিকেট শুরু করার পরে ইসিবি ও বিসিসিআই সূচি চূড়ান্ত করবে।

author-image
IE Bangla Web Desk
New Update
বাছাই খেলার খবর: ক্রিকেটই সবথেকে জনপ্রিয়, আইপিএলের চুক্তির নেপথ্যে, ইংল্যান্ড সিরিজ স্থগিত

বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের একটি দৃশ্য

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরুতেই ভারতে সীমিত ওভারের সিরিজে খেলতে আসার কথা ছিল ইংল্যান্ডের। সেই সিরিজ আপাতত বিসিসিআই এবং ইসিবির সম্মতিতে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। শুক্রবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল তথ্য।

Advertisment

বোর্ডের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়ায় এবং বর্তমানে ভারতে করোনা পরিস্থিতির কারণে এই সিরিজ স্থগিত রাখা হল।

আরও পড়ুন

জনগণের চাপ নয়, বোর্ডের সঙ্গে ভিভোর বিচ্ছেদের পিছনে অন্য কারণ, ফাঁস হল

দুই দেশের ক্রিকেট বোর্ড আপাতত আলোচনা সাপেক্ষে পরবর্তী দিনক্ষণ চূড়ান্ত করবে। জানানো হয়েছে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন ফরম্যাটেই ভারতে এই সিরিজ খেলার কথা ভাবছে দুই দেশের বোর্ড।

বোর্ডের সচিব জয় শাহ এদিন জানান, "ক্রিকেট শুরু করার পরে ইসিবি ও বিসিসিআই সূচি চূড়ান্ত করবে। ইংল্যান্ড বনাম ভারত ক্রিকেটীয় লড়াই বিশ্ব ক্রিকেটের অন্যতম উপভোগ্য বিষয়। যেভাবে বিসিসিআই এবং ইসিবি বিষয়টি সামলেছে তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে।" ইসিবির প্রধান কার্যনির্বাহী আধিকারিক টম হ্যারিসনও জানিয়েছেন, তাঁরা ভারত সফরের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket BCCI England
Advertisment