Advertisment

আইপিএল খেলার 'শাস্তি', জাতীয় দল থেকে বাদ পড়ছেন বেয়ারস্টো-বাটলাররা

ক্রিস সিলভারউড এড স্মিথের থেকে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবারই নির্বাচনী বৈঠকে অংশ নেবেন। এর আগেই ডিরেক্টর এশলে জাইলস অবশ্য এমন ইঙ্গিত দিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ সামনেই। কিউইদের বিরুদ্ধে জোড়া টেস্ট ম্যাচে নামতে হবে ইংল্যান্ডকে। এরমধ্যেই বড় খবর, আইপিএলে খেলা ইংরেজ তারকাদের সম্ভবত কিউইদের বিপক্ষে টেস্টে নামানো হবে না। আইপিএল মাঝপথেই বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে গিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। আপাতত ১০ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন ইংরেজ তারকারা। তারপরেই ঠিক ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে অনুশীলনে ফিরবেন তাঁরা।

Advertisment

তবে ইসিবি আপাতত আইপিএল খেলে ফেরা ক্রিকেটারদের বাদ দিয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল নামাতে চাইছে। জোশ বাটলার, স্যাম কুরান, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মঈন আলিদের এই মুহূর্তে টেস্ট খেলার ছন্দ নেই বলেই ধারণা ইসিবির। তাই ভারত থেকে ফেরা তারকারা সম্ভবত নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টই মিস করতে চলেছেন।

আরো পড়ুন: ২০ দলের হবে এবার বিশ্বকাপ! বড়সড় চমক দিতে চলেছে আইসিসি

বেয়ারস্টো-বাটলারদের আইসোলেশন পিরিয়ড শেষ হচ্ছে এই উইকএন্ডেই। তারপরেই টেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য তাঁদের হাতে সময় ছিল মাত্র দু সপ্তাহ। বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, "আইপিএল ফেরত ক্রিকেটারদের ক্ষেত্রে টাইমলাইন একটু চাপ হয়ে দাঁড়িয়েছে। এর অর্থ অলি রবিনসন, ক্রেগ ওভার্টন, জেমস ব্রেসিদের ডাকা হতে পারে স্কোয়াডে।"

ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদনে আবার বলা হয়েছে, ফিটনেস নিয়ে সংশয় নেই। তবে ক্রিকেটারদের টেস্ট ম্যাচে নামার আগে লাল বলে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাবে না। বাকিরা কয়েকদিন ধরেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন।

ক্রিস সিলভারউড এড স্মিথের থেকে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবারই নির্বাচনী বৈঠকে অংশ নেবেন। এর আগে ইসিবির ক্রিকেট ডিরেক্টর এশলে জাইলস অবশ্য আগেই বলে দেন, আইপিএল থেকে ক্রিকেটারদের সম্ভবত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলানো হবে না। কিছুদিন আগেই বন্ধ হয়ে যাওয়া আইপিএলে সবমিলিয়ে ১১জন ইংরেজ ক্রিকেটার অংশ নিয়েছিলেন। তার আগে আইপিএলের বায়ো বাবলের নিরাপত্তা বিঘ্নিত হয়ে বেশ কিছু ক্রিকেটার কোভিড আক্রান্ত হওয়ার পর টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England IPL
Advertisment