/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/dog-thinkstockphotos-759.jpg)
ফ্যানেদের কাছে কুকুর চাইছে বিদেশের এই ফুটবল ক্লাব, কিন্তু কেন! (প্রতীকি চিত্র)
ইংলিশ ফুটবল ক্লাব লেইটন ওরিয়েন্ট এফসি চমকে দেওয়ার মতো আবেদন করেছে তাদের ফ্যানেদের কাছে। পঞ্চম ডিভিশন খেলা লন্ডনের এই ক্লাবের এখন দরকার পুরুষ কুকুর। শেষ কয়েক সপ্তাহে ক্লাবের মাঠ ব্রিসবেন রোডে বেশ কয়েকবার শিয়াল ঢুকে পড়তে দেখা গিয়েছে। অনুপ্রবেশকারীদের ঠেকাতেই সারমেয়দের সাহায্য চাইছে ১৮৮১ সালে তৈরি হওয়া বিদেশের ক্লাবটি। কুকুর আনিয়ে শিয়াল খেদাতে উদ্যেগী তারা।
টুইট বিবৃতিতে ওরিয়েন্ট লিখেছে, “ আমরা জানি এটা খুব অবাক করার মতোই একটা আবেদন। আমাদের সমর্থকদের কাছে চাইব তাঁরা যদি তাঁদের পুরুষ কুকুরটিকে নিয়ে সকালে বা দুপুরের পর দ্য ব্রিয়ার গ্রুপ স্টেডিয়ামে একবার হাঁটাতে আনতে পারেন, তাহলে ভাল হয়। রাতের দিকে এখানে মাঠের মধ্যে শিয়াল ঢুকে পড়ছে। আমরা ভাবছি কুকুরের উপস্থিতিই পারবে ফুটবল পিচে বহিরাগতদের আক্রমণ ঠেকাতে।”
???? NEWS: A bit of a weird one we know, but we're looking for a local supporter who is willing to walk their *male* dog around the O's pitch this week to help deal with a fox problem.
Full story ???? https://t.co/JCluM0Tz9v#LOFC#OnlyOneOrientpic.twitter.com/ym5QPEFPI4
— Leyton Orient (@leytonorientfc) July 23, 2018
Dogs applying now... #LOFCpic.twitter.com/RCHhGKbvkP
— Leyton Orient (@leytonorientfc) July 23, 2018
এমনকি লেইটন ওরিয়েন্ট সাহায্যের জন্য ইচ্ছুক ফ্যানেদের বলেছে, তাদের মার্কেটিং দফতরকে মেইল করার জন্য। কোনও ফুটবল ক্লাবের এরকম আবেদন সচারচর দেখা যায় না। বেনজির বললেই চলে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us