Advertisment

লিগ কাপ জয়ী সুপারস্টার এবার সুনীল ছেত্রীদের কোচ! বড় আপডেট ভারতীয় ফুটবলে

মার্কো পিজ্জাউলির বিদায় ঘটে গেল বেঙ্গালুরু এফসিতে। নতুন কোচ হিসেবে আনা হল লিডস ইউনাইটেডের প্রাক্তনী সাইমন গ্রেসনকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মার্কো পিজ্জাউলির সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ফেলল বেঙ্গালুরু এফসি। আইএসএলের নতুন মরশুম শুরুর আগে ইংল্যান্ডের তারকা সাইমন গ্রেসনকে কোচের চেয়ারে নিয়োগ করল সুনীল ছেত্রীদের টিম। ধ বছরের চুক্তিতে ব্লুজদের হয়ে চুক্তিবদ্ধ হলেন তিনি।

Advertisment

ইংল্যান্ডের টপ ডিভিশনের ফুটবলে ৫০০-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে গ্রেসনের। ২০০৪ সালে খেলোয়াড়ি কেরিয়ারে ইতি ঘটানোর পর তিনি কোচিং পর্ব শুরু করেন। তারপরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে চার ক্লাবের প্রমোশন ঘটেছে তাঁর হাত ধরে।

আরও পড়ুন: বাগানকে ৬ গোল দিতেই পারতাম! বিতর্ক উস্কে বক্তব্য ISL-এ পা বাড়ানো গোকুলামের চ্যাম্পিয়ন কোচের

নর্থ ইয়র্কশায়ারের বাসিন্দা গ্রেসন ব্ল্যাকপুল (২০০৭), লিডস ইউনাইটেড (২০১০), হাডার্শফিল্ড টাউন (২০১২) এবং প্রেস্টন নর্থ এন্ড (২০১৫) দলের প্রমোশন ঘটাতে সাহায্য করেছেন। কিছুদিন আগে লিগ ওয়ানে ফ্লিটউড টাউনের দায়িত্ব নেওয়ার আগে গ্রেসন সান্ডারল্যান্ড, ব্র্যাডফোর্ড সিটি এবং ব্ল্যাকপুলের দায়িত্ব সামলেছেন।

খেলোয়াড়ি কেরিয়ার শুরু করেছিলেন লিডস ইউনাইটেডের যুব দল থেকে। ১৯৯২-এ যোগ দেন লেস্টার সিটিতে। লেস্টারে পাঁচ মরশুম কাটিয়ে ২২০টি ম্যাচ খেলেন। ১৯৯৭ সালে লেস্টারের ক্যাপ্টেন হিসাবে ইংলিশ লিগ কাপ জিতেছিলেন। সেমিফাইনালে উইম্বলডনের বিরুদ্ধে গোলও করেন।

ব্লুজদের কোচ হয়ে গ্রেসন জানাচ্ছেন, "একাডেমি স্তর থেকে উঠে আসা বেঙ্গালুরু স্কোয়াডে বেশ কিছু প্রতিভা রয়েছে। প্রতিভার সঙ্গে অভিজ্ঞতার মিশেলও রয়েছে স্কোয়াডে। স্কোয়াডের সকলেই দলের সম্পদ হয়ে উঠতে পারে। বিভিন্ন দেশে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করতে চাই। সেই লক্ষ্যে এটা বড়সড় পদক্ষেপ হতে চলেছে। দুরন্ত এক ক্লাবের ম্যানেজার হিসাবে ট্রফি জয়েই আমার পাখির চোখ।"

Indian Football ISL
Advertisment