Eoin Morgan on Rahul Dravid coaching: টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় কি ইংল্যান্ডের পরবর্তী কোচের দায়িত্ব সামলাবেন? এই ব্যাপারে বিশ্বজয়ী অধিনায়ক দিয়েছেন এক সাহসী পরামর্শ। টি২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে। তাঁর জায়গায় বিসিসিআই গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ করেছে। এই পরিস্থিতিতে জোর জল্পনা যে, বেশ কয়েকটা আইপিএল দল দ্রাবিড়কে কোচ হিসেবে চায়। তারমধ্যেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইওন মর্গ্যান সাদা বলের ফরম্যাটে দ্রাবিড়কে ইংল্যান্ডের কোচ করার দাবি জানালেন।
গত টি২০ বিশ্বকাপে ফাইনালে দুর্দান্ত খেলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে টিম ইন্ডিয়া। সংক্ষিপ্ততম ক্রিকেট ফরম্যাটে এই নিয়ে ভারত দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল। এই দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া টিম ইন্ডিয়ার কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ জয়ের পর সমস্ত দিক থেকেই দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন খেলোয়াড় থেকে কর্তা কিংবা ক্রিকেট অনুরাগী, সকলেই। টি২০ বিশ্বকাপের পর দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়ে গিয়েছিল। দ্রাবিড় আর তা বাড়াতে চাননি। এই অবস্থায় বিশ্বকাপজয়ী কোচ কোন দলকে এবার কোচিং করান, সেই দিকেই সবার নজর। ইতিমধ্যে কয়েকটি আইপিএল দল তাঁকে প্রধান কোচ হওয়ার প্রস্তাবও দিয়ে রেখেছে। কিন্তু, আইপিএল দল নয়। ইংল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক ইওন মর্গ্যান চান, সাদা বলের ফরম্যাটে দ্রাবিড় ইংল্যান্ডকে কোচিং করান।
সাদা বলের ফরম্যাটে ইংল্যান্ডের শেষ হেড কোচ ম্যাথিউ মটকে কয়েকদিন আগে পদ থেকে অপসারণ করা হয়েছে। অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মার্কাস ট্রেসকোথিক। এই অবস্থায় ইংল্যান্ডের সাদা বলের ফরম্যাটে কোচ কে হবেন? এই প্রশ্নে বেশ কয়েকটি নাম উঠে এসেছে। সেখানে ইওন মর্গ্যান মনে করেন, দ্রাবিড়ই এই পদে সবচেয়ে যোগ্য ব্যক্তি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মর্গ্যান বলেছেন, তাঁর চোখে সাদা বলের ফরম্যাটে ইংল্যান্ডের হেড কোচ হওয়ার জন্য সেরা ব্যক্তি হলেন রাহুল দ্রাবিড়। মর্গ্যানের মতে, এই তালিকায় দ্রাবিড়ের পিছনেই রয়েছে রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং ও ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক মর্গ্যান মনে করেন, ইংল্যান্ডের লাল বলের হেড কোচ ম্যাককালাম বর্তমানে বিশ্বের অন্যতম সেরা কোচ।
আরও পডুন- কোহলি না রোহিত, সেরার সেরা কে! মুখ খুলে নিজের মত জানালেন এবার ধোনি
মর্গ্যানের ভাষায়, 'আমার চোখে বর্তমান সময়ে যাদের নিযুক্ত করা যায়, তাঁরা হলেন রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং ও ব্রেন্ডন ম্যাককালাম। আমি বলব এবং এটা আমি বিশ্বাস করি যে ম্যাককালাম বর্তমানে বিশ্বের অন্যতম সেরা কোচ। সবাই জানে যে ইংল্যান্ড ক্রিকেট দল বিশ্বের অন্যতম প্রতিভাশালী খেলোয়াড়ে ভরা দল। এখন এটা ইংল্যান্ড ক্রিকেট টিমের ডিরেক্টর রব কি-এর ওপর নির্ভর করছে, তিনি নিজের পদটাকে কতটা আকর্ষণীয় করে তুলতে পারেন। সেটা করার জন্য তাঁর এখন সেরা কোচদের কাছে যাওয়া উচিত। তাঁদের বলা উচিত, ইংল্যান্ডের কোচিংয়ের দায়িত্বই সেই কাজ, যেটা যে কেউ বিনা দ্বিধায় করতে চাইবে।'