বিয়ে করলেন ইংল্যান্ডের সীমিত ওভারের ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান। দীর্ঘদিনের গার্লফ্রেন্ড টারা রিজওয়ের সঙ্গে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি। মর্গ্যান নিজেই টুইট করে বিয়ের ছবি পোস্ট করেছেন। আর এরপরেই শুভেচ্ছা বার্তায় ভেসে যান তিনি।শোনা যাচ্ছে ক্যাপ্টেনের বিয়েতে হাজির ছিলেন জেসন রয়, অ্যালেস্টার কুক, স্টিভ ফিন, মার্ক উড ও জোস বাটলার। সমারসেটের ঐতিহাসিক ব্যাবিংটন হাউসেই ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে সেরেছেন মর্গ্যান।
মর্গ্যান ক্যাপ্টেনসিতে ইংল্যান্ড দুরন্ত জয় পেয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। দ্বীপরাষ্ট্রে গিয়ে লঙ্কা বাহিনীকে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজে ৩-১ হারিয়েছে ইংল্যান্ড। একটিমাত্র টি-২০ ম্যাচেও ইংল্যান্ড ৩০ রানে জয় পেয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে মর্গ্যান চার ম্যাচ মিলিয়ে ১৯৫ রান করেছেন। এর মধ্যে দু’টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। সিরিজের সেরাও হয়েছেন ব্রিটিশ অধিপতি।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে গল টেস্টের পরেই অবসর নেবেন হেরাথ
মর্গ্যান এখনও পর্যন্ত ইংল্যান্ডের জার্সিতে ২১২টি ওয়ান-ডে খেলেছেন। ৩৮.৫৭-এর গড়ে ৬৫৫৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে। বাঁ-হাতি এই ব্যাটসম্যান ৭৭টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৩০-এর স্ট্রাইক রেটে ১৭৩৪ রান করেছেন তিনি। ইংল্যান্ড এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে। ৬ নভেম্বর গলে প্রথম ম্যাচ হবে। এরপর পাল্লেকেলে ১৪ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু। সিরিজের শেষ ম্যাচ কলম্বোতে। খেলা শুরু ২৩ নভেম্বর থেকে।