Advertisment

একাই ৫ গোলের ঝড়, এমবাপের রেকর্ড দুমড়ে মুচড়ে পিষে দিলেন হালান্ড

একাই ৫-৫ টা গোল! এমবাপের রেকর্ড ভেঙে তছনছ করে দিলেন হালান্ড

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপের রেকর্ড চুরমার করে দিলেন ম্যান সিটির সুপারস্টার এরলিং হালান্ড। লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ তারকা হিসাবে ৩০ গোল করার কীর্তি অর্জন করে ফেললেন মঙ্গলবার রাতে। এমবাপে যখন চ্যাম্পিয়ন্স লিগে ৩০ গোল করেন তখন তাঁর বয়স ছিল ২২ বছর ৩৫২ দিন। হালান্ড সেই কীর্তি অর্জন করলেন ২২ বছর ২৩৬ দিনে।

Advertisment

চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিরুদ্ধে ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমেছিল লিপজিগ। সেই ম্যাচেই ৭-০ গোলে সিটি বিধ্বস্ত করল বুন্দেশলিগার ক্লাবকে। বিরতির আগে এবং পরে ৩৫ মিনিটে স্পেলে চলল হালান্ডের গোল তান্ডব। পাঁচ-পাঁচটা গোলই করে যান হালান্ড। একটি করার গোল কেভিন ডি ব্রুইন এবং ইকের গুণ্ডেগানের। আর পেনাল্টি থেকে ২২ মিনিটে গোল করার পরেই হালান্ড পেরিয়ে যান এমবাপেকে।

এমবাপেকে পেরিয়ে যাওয়ার ম্যাচে হালান্ড ছুঁয়ে ফেললেন মেসিকেও। চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে পাঁচ গোল করার কীর্তি রয়েছে মাত্র দুজনের- লিওনেল মেসি এবং লুইজ আদ্রিয়ানো। মেসির সেই রেকর্ডেও থাবা বসালেন নরওয়েজিয়ান সুপারস্টার। লিগে দ্রুততম ৩০ গোলের মালিকও এখন হালান্ড। মাত্র ২৫ ম্যাচেই ৩০ প্লাস গোল হয়ে গেল তাঁর।

সবমিলিয়ে চলতি সিজনে হালান্ড ৩৯ গোল করে ফেললেন। ৬২ মিনিটে কোচ গুয়ার্দিওলা হালান্ডকে তুলে না নিলে আরও বড় লজ্জা অপেক্ষা করছিল লিপজিগের জন্য। তবে এতে চ্যাম্পিয়ন্স লিগে ডাবল-হ্যাটট্রিকের কাছে এসেও হতাশ হতে হল তাঁকে। নরওয়ের তারকা ম্যাচের পরে বলে দিয়েছেন, "আমি কোচকে বলেছিলাম, ডাবল-হ্যাটট্রিক করতে চাই। এতে আমার তো আর কিছু করার নেই!"

বক্সের মধ্যে বেঞ্জামিন হেনরিখস হ্যান্ডবল করায় ২২ মিনিটে পেনাল্টি পায় ম্যান সিটি। তখন থেকেই গোলবন্যার সূচনা করেন তিনি। ঠিক ছয় মিনিট পরে কেভিন ডি ব্রুইনের শট পোস্টে লেগে প্রতিহত হওয়ার পর রিবাউন্ড থেকে হেডে দ্বিতীয় গোল করে যান হালান্ড। হ্যাটট্রিক গোল আসে বিরতির ঠিক আগে সংযোজিত সময়ে। রুবেন দিয়াসের হেড পোস্টে লেগে ফিরে এলে সেখান থেকে নিজের তৃতীয় গোল করেন হালান্ড।

বিরতির পর খেলা শুরু হওয়ার মাত্র চার মিনিটের মাথায় ইকের গুণ্ডেগান ৪-০ করে। ৫৪ এবং ৫৭ মিনিটে পরপর দুটো গোল করে নিজের পাঁচ গোল সম্পন্ন করে যান হালান্ড। অতিরিক্ত সময়ে কেভিন ডি ব্রুইন বাঁকানো শটে ৭-০ গোলে ফলাফল নিশ্চিত করে যান।

Read the full article in ENGLISH

Champions League Manchester city Lionel Messi leo messi Kylian Mbappe
Advertisment