Advertisment

মাত্র ১৪ মিনিটের ঝড়ে উড়ে গেল ইপিএলে রোনাল্ডোর রেকর্ড! চতুর্থ হ্যাটট্রিকে তান্ডব হালান্ডের

এমবাপে নয়, নতুনদের মধ্যে তিনিই সেরা! ম্যান সিটিতে চতুর্থ হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন হালান্ড

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রোনাল্ডো যেদিন আল নাসেরের জার্সিতে সৌদি প্রো লিগে অভিষেক ঘটাতে চলেছেন সেদিনই ইপিএলে তান্ডব চালিয়ে তাঁকে পেরিয়ে গেলেন ফুটবলের নতুন প্রজন্মের সেরা তারকা এরলিং হালান্ড। ম্যাঞ্চেটার ইউনাইটেডের জার্সিতে দুই স্পেল মিলিয়ে ইপিএলে রোনাল্ডোর দীর্ঘ কেরিয়ারে হ্যাটট্রিক ছিল মাত্র তিনটি। রবিবার হালান্ড ইপিএলে নিজের প্রথম মরশুমেই চতুর্থতম হ্যাটট্রিক করে ফেললেন, তা-ও মাত্র ১৪ মিনিটে, বিরতির আগে-পরে মিলিয়ে।

Advertisment

নরওয়ে সুপারস্টারের বিধ্বংসী পারফরম্যান্সে ভর করে ম্যান সিটি ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিল উলভসদের। তিনটে গোল-ই এল হালান্ডের পা থেকে। সিজনের মাত্র মাঝপথেই চলতি ইপিএলে ২৫তম গোল হয়ে গেল তারকার। গত সিজনে মহম্মদ সালাহ এবং সং হিউন মিন ইপিএলে যুগ্মভাবে গোল্ডেন বুট জিতেছিলেন ২৩ গোল করে। তাঁদের পেরিয়ে গেলেন এবার হালান্ড। মরশুম শেষে তাঁর নামের পাশে কত গোল জড়ো হবে, সেই আলোচনা তুলে দিলেন তিনি এদিনই।

আরও পড়ুন: শাকিরার আচার খেয়ে নিল অন্য কেউ! ধরা পড়ল পিকে অন্য নারীতে আসক্ত

ইপিএলে দ্রুততম চারটে হ্যাটট্রিক করা তারকাদের মধ্যে এতদিন শীর্ষে ছিলেন রুড ভ্যান নিসেলরয়। ৬৫ ম্যাচ খেলে ডাচ স্ট্রাইকার চারটে হ্যাটট্রিকে পৌঁছেছিলেন। হালান্ড ইপিএলে চতুর্থতম হ্যাটট্রিক করলেন মাত্র ১৯ ম্যাচে। প্ৰথম সিজনে ইপিএলে এসেই গোলের সুনামি বইয়ে দিচ্ছেন তিনি।

আগের ম্যাচে টটেনহ্যামের বিরুদ্ধে ৪-২ জয় পেয়ে উলভ ম্যাচে নেমেছিল পেপ গুয়ার্দিওলার দল। ৪০ মিনিটে হালান্ড প্ৰথমে গোলের খাতা খোলেন কেভিন ডি ব্রুইনের ক্রস হেডে জালে জড়িয়ে। সেই সময় ইচ্ছামত গোলের সুযোগ তৈরি করছিল ম্যান সিটি।

বিরতির পরেই বক্সের মধ্যে ইকের গুণ্ডেগানকে ফাউল করে বসেন রুবেন নেভাস। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে যান নরওয়েজিয়ান তারকা। ঠিক চার মিনিট পরেই আসে সিটির দ্বিতীয় গোল। গোলকিপার হোসে সা ভুল করে রিয়াদ মাহরেজের পায়ে বল পাঠিয়ে দেন। মাহরেজ নিজে গোলে শট না হাঁকিয়ে সহজ পাস বাড়িয়ে দেন হালান্ডকে। ঠান্ডা মাথায় চমৎকার ফিনিশিংয়ে তিনি হ্যাটট্রিক সম্পন্ন করে যান।

এর আগে চলতি সিজনে তিনি হ্যাটট্রিক করেছেন ক্রিস্ট্যাল প্যালেস, নটিংহ্যাম ফরেস্ট এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ৬১ মিনিটে পরিবর্ত হিসাবে কোচ তাঁকে তুলে নেওয়ার আর গোলের সংখ্যা বাড়ানো সুযোগ পাননি তিনি।

Read the full article in ENGLISH

Cristiano Ronaldo Manchester city EPL
Advertisment