চেক প্রজাতন্ত্র: ২ (শিহিক-২)
স্কটল্যান্ড: ০
বল হাফলাইনে। সেখান থেকেই লক্ষ্য করেছিলেন প্রতিপক্ষ গোলকিপার অনেকটা এগিয়ে এসেছেন। তাই হাফলাইন থেকেই বল গোলকিপারের মাথার ওপর দিয়ে জড়িয়ে দিলেন তারকা। চেক প্রজাতন্ত্র বনাম স্কটল্যান্ড ম্যাচ এমনই অবিশ্বাস্য গোলের সাক্ষী থাকল।
সোমবার চেক প্রজাতন্ত্র ২-০ গোলে হারাল স্কটল্যান্ডকে। চেকদের হয়ে দুটো গোলই করলেন শিহিক। তবে দুরন্ত দ্বিতীয় গোলই তাঁকে নায়কের আসনে বসিয়ে দিল। চেক প্রজাতন্ত্রের অর্ধে আক্রমণে উঠে বলের দখল হারিয়ে ফেলেছিলেন স্কটিশরা। প্রতি আক্রমণে দ্রুত আক্রমণে উঠে আসেন বেয়ার লেভারকুসেনে খেলা চেক তারকা শিহিক। অন্যদিকে স্কটিশ গোলকিপার ডেভিড মার্শাল অনেকটাই উঠে এসেছিলেন। গোলপোস্ট অরক্ষিত দেখেই শিহিক লম্বা বাঁকানো শট নেন, যা জালে জড়িয়ে যায়। মার্শাল বল আয়ত্তে আনার চেষ্টা করলেও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তারপরেই হ্যাম্পডেন পার্কে কর্ণারের সামনে গিয়ে কয়েকজন চেক সমর্থকের সঙ্গে উদ্দাম সেলিব্রেশনে মাতেন শিহিকরা।
আরো পড়ুন: এরিকসেনের মত ভাগ্যবান নন, মাঠেই মৃত্যু শিবপুরের রাজার! এখনো আঁতকে ওঠেন সঞ্জয় সেন
ইউরোর ইতিহাসে এটাই সবথেকে দূর থেকে করা গোল। এর আগে দূর থেকে করা গোলের রেকর্ড ছিল ৩৮.৬ মিটারের। জার্মানির মিডফিল্ডার টর্টসেন ফ্রিংস ২০০৪-এর ইউরোতে সেই রেকর্ড গড়েন। এদিন চেক প্রজাতন্ত্রের শিহিক সেই রেকর্ড ভেঙে দেন ৪৯.৭ মিটার দূর থেকে গোল করে।
তার আগে ৪২ মিনিটে শিহিক দলকে লিড এনে দেন স্কটিশ ডিফেন্ডারদের বোকা বানিয়ে দারুণ ফিনিশ করে। রাইট ব্যাক ভ্লাদিমির কৌফল দুরন্ত ক্রস রেখেছিলেন তাঁর কাছে।
১৯৯৮ সালের বিশ্বকাপে ওঠার পর এই প্রথমবারের মত বড় কোনো টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছিল স্কটল্যান্ড। তবে তাঁদের পক্ষে ইউরোর প্রথম ম্যাচ মোটেই সুখের হল না। হ্যাম্পডেন পার্কে দলকে সমর্থন করতে হাজির ছিলেন ১২হাজার দর্শকও। তবে তাতেও কাজের কাজ হল না।
অথচ এদিনের শুরুটা মোটেই খারাপ করেনি স্কটল্যান্ড। বল পজেশন আধিপত্য নিয়েই খেলা শুরু করে তাঁরা। এমনকি ৬ মিনিটের মাথাতে গোলও করে ফেলতে পারত তাঁরা মিডফিল্ডার জন ম্যাকগিন সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ধীরে ধীরে ম্যাচে ফেরে চেক বাহিনী।
চলতি সপ্তাহেই অনুশীলনে হালকা চোট পাওয়ায় এদিন স্কটল্যান্ডের জার্সিতে নামেননি কিয়েরান টিয়ার্নি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁকে পাওয়ার বিষয়ে আশাবাদী কোচ স্টিভ ক্লার্ক।হ্যাম্পডেন পার্কে চেক প্রজাতন্ত্রের পরের ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন