/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/E3xNVsUWEAIKzSX_copy_1200x676.jpeg)
ইংল্যান্ড: ১ (স্টার্লিং)
ক্রোয়েশিয়া: ০
জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল ইংল্যান্ড। ক্রোয়েশিয়াকে নিজেদের প্ৰথম ম্যাচে ১-০ গোলে হারাল ইংল্যান্ড। ৫৭ মিনিটে ম্যাচের একমাত্র গোল করে যান রাহিম স্টার্লিং।
ওয়েম্বলিতে মোট দর্শকসংখ্যার পঞ্চাশ শতাংশ প্রবেশে অনুমতি দেওয়া হয়েছিল। তারাই সারাক্ষণ চিয়ার করে গেল, "ইটস কামিং হোম" বলে। ঘরের সমর্থকদের উজ্জীবনী মন্ত্রেই যেন নজর কাড়া ফুটবল খেলল থ্রি লায়ন্সরা।
ম্যাচে সারাক্ষণই নজর কেড়ে গেল ইংল্যান্ডের আগ্রাসী ফুটবল। বল পজেশন থেকে প্রতিপক্ষ বক্সে হানা দেওয়া সবেতেই এগিয়ে ছিল ইংল্যান্ড। বিক্ষিপ্তভাবে ক্রোয়েশিয়া আক্রমণ শানালেও তা কার্যকর হয়নি।
আরো পড়ুন: কেরিয়ার শেষ এরিকসেনের! তারকার ভারতীয় চিকিৎসক জানিয়ে দিলেন খুল্লমখুল্লা
ফিল ফোডেন, ম্যাসন মাউন্টের মত প্রতিভাবান তারকারা এই ম্যাচে নিজেদের জাত চিনিয়ে গেলেন। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই ফোডেন ইংল্যান্ডকে এগিয়ে দিতে পারতেন। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টে আঘাত হানে। বিরতির আগে মোট চারবার আক্রমণ করলেও ইংল্যান্ড ক্রোটদের রক্ষণ খুলতে পারেনি।
বিরতিতে গোলশূন্য থাকার পরে ৫৭ মিনিটে ইংরেজদের গোল এনে দেন রাহিম স্টার্লিং। খেলার গতির বিপক্ষেই কেভিন ফিলিপস দুরন্ত থ্রু পাস বাড়ান ম্যান সিটি তারকাকে লক্ষ্য করে। ক্রোয়েশিয়ার ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করতে ভুল করেননি তিনি।
🏴 Raheem Sterling has been directly involved in 19 goals in his last 17 games for England (13 goals, 6 assists) 🔥🔥🔥#EURO2020pic.twitter.com/muNEvOJh2Z
— UEFA EURO 2020 (@EURO2020) June 13, 2021
প্রথম গোল পাওয়ার ঠিক ৪ মিনিট পরেই ইংল্যান্ডকে ২-০ এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল হ্যারি কেনের কাছে। চমৎকার ক্রস বাড়িয়েছিলেন স্টার্লিং। তবে সেই বল পোস্টের ওপর দিয়ে হেলায় উড়িয়ে দেন টটেনহ্যামের তারকা। নিজে আছড়ে পড়েন পোস্টে। সাময়িক শুশ্রূষা নিয়েও খেলাও চালু করেন তিনি। শেষের দিকে তাঁকে তুলে কোচ সাউথগেট নামান ১৭ বছরের জুড বেলিংহ্যামকে। ফোডেনের বদলে নামানো হয় মার্কাস রাশফোর্ডকেও। তবে গোলের ব্যবধান বাড়েনি।
এই প্রথমবার ইউরোর প্রথম ম্যাচে হার হজম করল ক্রোয়েশিয়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us