পর্তুগাল: ০
বেলজিয়াম: ১ (হ্যাজার্ড)
সব শেষ। রোনাল্ডোর পর্তুগালের আর শেষ আটে ওঠা হল না। বেলজিয়ামের কাছে হেরে পর্তুগাল ছিটকে গেল প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই। ৪৩ মিনিটে থর্গ্যান হ্যাজার্ডের গোলে রবার্তো মানচিনির দল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। শেষ আটে এবার বেলজিয়ামের মুখোমুখি ইতালি।
বিরতির আগে পিছিয়ে পড়লেও পর্তুগাল দ্বিতীয়ার্ধে সারাক্ষণ বেলজিয়ান রক্ষণের ওপর চাপ বজায় রেখে গেল। তবে সেই ফিনিশিং টাচটাই আর এল না। পাঁচ বছর আগে প্যারিসে ইউরোপ জয় করেছিলেন রোনাল্ডোরা। এবার অবশ্য মাথা নিচু করেই ইউরো থেকে প্রস্থান ঘটল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
শুরুতে পর্তুগাল দারুণ সম্ভবনা জাগিয়েছিল। ছয় মিনিটের মাথাতেই দিয়েগো জোটা সুবর্ণ সুযোগ নষ্ট করেন। রেনাতো স্যাঞ্চেজ মাঝমাঠ থেকে বল নিয়ে দারুণভাবে বাঁ প্রান্তে জোটার কাছে বল রেখেছিলেন। তবে তা জালে জড়াতে পারেননি জোটা।
আরো পড়ুন: সবুজ মেরুনে কি নাম লেখাচ্ছেন সুপারস্টার মান্দজুকিচ! বিশাল আপডেট দিলেন কোচ হাবাস
এরপরে পর্তুগাল আরো চাপ বাড়ায়। নিচু ফ্রি কিকে রোনাল্ডো পরীক্ষা নেন বেলজিয়ান কিপার থিবাউ কুর্তোয়ার। পর্তুগাল প্রাধান্য নিয়ে খেললেও বিরতির ঠিক আগে আক্রমণের একটা স্পেলে ম্যাচের দখল নিয়ে নেয় বেলজিয়াম। আর এই পাল্টা আক্রমণের সূচনা করেন কেভিন ডি ব্রুইন।
দুর্দান্ত পাসিং ফুটবলের নমুনা তুলে ধরে থমাস মুনিয়ের বল রাখেন হ্যাজার্ডের কাছে। হ্যাজার্ড পর্তুগিজ গোলকিপার রুই প্যাট্রিসিওকে বোকা বানিয়ে গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি।
বিরতির পরেই বেলজিয়াম শিবিরে ধাক্কা লাগে ডি ব্রুইন চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়ায়। সেই সময় পরিবর্ত হিসাবে আবার ফার্নান্দো স্যান্টোস নামিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ এবং জোয়াও ফেলিক্সকে। এরপরে পর্তুগালও অনেকটাই খেলার দখল নিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি রোনাল্ডো ডান প্রান্তিক আক্রমণে বল রাখেন জোটার উদ্দেশ্যে। যদিও তিনি কাজে লাগাতে পারেননি। এই সময় পর্তুগালের আক্রমণকে রুখতে কার্যত হিমশিম খাচ্ছিল বেলজিয়াম। প্রতি আক্রমণেও বেলজিয়াম সেভাবে আক্রমণ করতে পারছিল না।
খেলা শেষ হওয়ার শেষ ১০ মিনিট পর্তুগাল অলআউট আক্রমণে ওঠে। সমতা ফেরানোর গোলের জন্য। কর্ণার থেকে ওঠা বলে রুবেন দিয়াজের হেড বাঁচিয়ে দেন কিপার কুর্তোয়া। বক্সের ঠিক ওপর থেকে রাফায়েল গুয়েরিরোর শট আছড়ে পড়ে বারপোস্টে। এত প্রচেষ্টা সত্ত্বেও গোল আসেনি।
সংযোজিত সময়ে গোলের শেষ সুযোগ পেয়েছিল পর্তুগাল। তবে ফেলিক্স কাজে লাগাতে পারেনি। তখনই নিশ্চিত হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায়।
শনিবার মিউনিখে বেলজিয়াম এবার মুখোমুখি ইতালির। যারা শেষ ৩১টি ম্যাচ অপরাজিত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন