Advertisment

Cristiano Ronaldo last Euro: রোনাল্ডো সাম্রাজ্যের পতন ফুটবলে! চোখের জলে মহাতারকাকে 'বিদায় সংবর্ধনা' ফ্রান্সের

Highlights Portugal vs France Euros: শনিবার সকালে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং পর্তুগাল। সেই ম্যাচেই নাটকীয়ভাবে পর্তুগালকে হারিয়ে সেমিতে পৌঁছে গেল এমবাপের ফ্রান্স

author-image
IE Bangla Sports Desk
New Update
(LEFT) Portugal's Cristiano Ronaldo reacts after failing to score during the quarter-final against France at the Euro 2024 tournament in Hamburg; (RIGHT) Ronaldo consoles Pepe. (AP Photo)

(বাঁ দিকে) পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো হ্যামবুর্গে ইউরো 2024 টুর্নামেন্টে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সময় গোল করতে ব্যর্থ হওয়ার পরে প্রতিক্রিয়া জানাচ্ছেন; (ডানদিকে) পেপেকে সান্ত্বনা দিচ্ছেন রোনালদো। (এপি ছবি)

Euros 2024 result: শেষবারের মত ইউরো কাপে খেলতে নেমেছিলেন। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূর্ণ হয়নি। তবে হৃদয় ভেঙেই ইউরো থেকে বিদায় নিতে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। নিজের দেশের পাবলিক ব্রডকাস্টার আরটিপিকে টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলেন, এবারের ইউরোই তাঁর শেষ। ফ্রান্সের কাছে পেনাল্টি শ্যুট আউটে হেরে বিদায় নিতে হচ্ছে পর্তুগাল এবং সেই সঙ্গে সিআরসেভেনকেও।

Advertisment

শনিবার সকালে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং পর্তুগাল। সেই ম্যাচেই নাটকীয়ভাবে পর্তুগালকে হারিয়ে সেমিতে পৌঁছে গেল এমবাপের ফ্রান্স।

টাইব্রেকার শেষ হল ফ্রান্সের পক্ষে ৫-৩ ফলাফলে। ফ্রান্সের সকলেই পেনাল্টি শ্যুট আউটে জালে বল জড়ালেও পর্তুগালের হয়ে জোয়াও ফেলিক্স মিস করে বসেন।

ম্যাচের আগে স্লোভেনিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে ৩-০ জয়ের পর মহাতারকা বলে দেন, "কোনও সন্দেহ নেই, এটাই আমার শেষবারের ইউরো চ্যাম্পিয়নশিপ। তবে এটা নিয়ে মোটেও আবেগে ভারাক্রান্ত হয়ে পড়ছি না। সমর্থক, পরিবারের এমনকি নিজেরও খেলার প্রতি এই উৎসাহ দেখে এই মুহূর্তে আর আবেগতাড়িত হয়ে হচ্ছি না।"

তবে ট্রফি যে একদম পাননি তা নয়। ২০১৬-য় রোনাল্ডো পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করেন। তাৎপর্যপূর্ণভাবে সেবারও ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল পর্তুগাল।

শনিবারের হারে যেন সেই বৃত্ত পূর্ণ হল। যে দলকে হারিয়ে তাঁর পর্তুগালের চ্যাম্পিয়ন হওয়া, সেই দলের কাছে হেরেই রোনাল্ডোর শেষ ইউরোয় বিদায়।

শনিবার টাইব্রেকারে প্ৰথম শট-ই জালে জড়ান রোনাল্ডো। ম্যাচের ভাগ্য চূড়ান্ত হয়ে যাওয়ার পর তাঁকে আবেগরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে। পেপে আবেগে থরোথরো হয়ে কাঁদতে কাঁদতে নিজেকে উপুড় করে দেন রোনাল্ডোর জার্সিতে। মহাতারকা এরপরে দীর্ঘদিনের জাতীয় দলের সতীর্থকে সাময়িক সান্ত্বনা দিয়েই টানেলের দিকে হাঁটা লাগান।

পর্তুগালের বিপক্ষে এই জয় আবার স্বস্তি দিল ফ্রান্সকে। পেনাল্টি শ্যুট আউটের আগেই মুখে আঘাত হজম করায় দলের একনম্বর তারকা এমবাপেকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন ফরাসি কোচ। এর আগে নাকে প্রবল আঘার সহ্য করে মাস্ক পরেই চলতি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাচ্ছেন এমবাপে।

এর আগে দুটো মেজর টুর্নামেন্টেই ফ্রান্সের বিদায় ঘটেছিল পেনাল্টি শ্যুট আউটে- ২০২১ ইউরোর শেষ ষোলোয় এবং ২০২২-এ ওয়ার্ল্ড কাপ ফাইনালে। ফ্রান্স সেমিতে মোকাবিলা করবে স্পেনের বিপক্ষে যাঁরা শুক্রবার অন্য শেষ আটের ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে হারিয়েছে জার্মানিকে।

france Portugal Cristiano Ronaldo Football Euro Cup
Advertisment