scorecardresearch

রোনাল্ডোর বোমায় তছনছ লুক্সেমবার্গ, হাফডজন গোল দিল পর্তুগাল, দেখুন ভিডিও

জাতীয় দলের হয়ে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন রোনাল্ডো

রোনাল্ডোর বোমায় তছনছ লুক্সেমবার্গ, হাফডজন গোল দিল পর্তুগাল, দেখুন ভিডিও

নিজের সেলিব্রেশনের সম্ভারে নতুন ভঙ্গিমা যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার রাতে ইউরো কাপের কোয়ালিফায়ারে পর্তুগাল লুক্সেমবার্গকে হাফডজন গোলের মালা পরাল। তারপরই রোনাল্ডোকে দেখা গেল নিজের ট্রেডমার্ক ‘সিউ’ এবং ‘ন্যাপ’ সেলিব্রেশনের মিলিয়ে মিশিয়ে নতুন স্টাইল উদ্ভাবন করতে। রিয়েল মাদ্রিদে থাকার সময় গোলের পর সিউ সেলিব্রেশন ছিল বাঁধাধরা।

পর্তুগালের জার্সিতে রবিবার ম্যাচের পর সিআরসেভেনের নামের পাশে ১২২ গোল। লিখস্টেনস্টাইনকে ৪-০ উড়িয়ে দেওয়ার ম্যাচে রোনাল্ডো আন্তর্জাতিক পর্যায়ে কোনও দেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার কৃতিত্বও গড়েছেন। রবিবার রাতে রোনাল্ডো কেরিয়ারে ১৯৮তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন। জুন মাসে বিশ্বের প্ৰথম ফুটবলার হিসাবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তিও গড়ে ফেলবেন। সেই সময় আন্তর্জাতিক সূচি অনুযায়ী, পর্তুগালের খেলা রয়েছে বসনিয়া হার্জেগোভিনা এবং আইসল্যান্ডের বিপক্ষে।

নয় মিনিটেই রোনাল্ডো গোলের খাতা খুলে যান। তিরিশ মিনিটের মাথায় রোনাল্ডো নিজের দ্বিতীয় গোল করেন। প্ৰথম ১৮ মিনিটেই রোনাল্ডো, চেলসির জোয়াও ফেলিক্স, ম্যানসিটির বার্নার্ড সিলভা ৩-০ করে দেন।দ্বিতীয়ার্ধে পর্তুগালের হয়ে আরও দু-গোল করে যান পরিবর্ত হিসাবে নামা ওতাভিও এবং রাফায়েল লিও। একটি পেনাল্টি মিস করেন রাফায়েল লিও।

গ্রুপ-জে’তে আপাতত শীর্ষস্থানে রয়েছে পর্তুগাল। দ্বিতীয় স্থানে স্লোভাকিয়া।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Euro qualifier 2023 cristiano ronaldos brace portugal 6 0 win over luxembourg