scorecardresearch

সেরা ডিফেন্ডারদের ছেলেখেলা করে সেরার সেরা গোল! ক্যাপ্টেন হয়েই অবিশ্বাস্য কাণ্ড এমবাপের, দেখুন ভিডিও

এমবাপে চতুরতম গোল করে গেলেন, দেখুন ভিডিও

সেরা ডিফেন্ডারদের ছেলেখেলা করে সেরার সেরা গোল! ক্যাপ্টেন হয়েই অবিশ্বাস্য কাণ্ড এমবাপের, দেখুন ভিডিও

জাতীয় দলের ক্যাপ্টেন ঘোষিত হয়েছেন কিছুদিন আগেই। আর ক্যাপ্টেন হিসাবে প্ৰথম ম্যাচে নেমেই জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। ইউরো কোয়ালিফায়ারে গ্রুপ-বি’তে ফ্রান্সের খেলা ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। প্যারিসের স্তাদে ডি ফ্রান্স-এ। সেই ম্যাচেই জাদু ছড়ালেন ফরাসি তারকা।

এমবাপের জোড়া গোলে ভর করে ফ্রান্স নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দিল। তবে এর মধ্যে এমবাপের প্ৰথম গোল-ই আলোচনায় উঠে গেল। ভার্জিল ভ্যান ডিক সমেত নেদারল্যান্ডস ডিফেন্স লাইনকে কার্যত বোকা বানিয়ে গোল করে গেলেন এমবাপে।

ম্যাচ শুরুর দু-মিনিটেই ফ্রান্সকে গোল করে এগিয়ে দেন আন্তোনিও গ্রিজম্যান। ম্যাচ দশ মিনিট গড়ানোর আগেই দায়ত উপম্যানিকো দ্বিতীয় গোল করে যান। তারপরেই এমবাপের জোড়া গোল।

দুর্ধর্ষ জয়ের পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশ বলে যান, “সোমবার গোটা দল একত্রিত হওয়ার পর দলের মধ্যে সদর্থক বাতাবরণ তৈরি হয়েছিল। মাঠেও সেই সদর্থক বিষয়টি যেন ধরা পড়ে, সেটা নিশ্চিত করতে চেয়েছিলাম আমরা। তারপর এরকম একটা ম্যাচ দেখা গেল। দুরন্ত পরিবেশে দুর্ধর্ষ রাত ছিল। প্ৰথমেই নেদারল্যান্ডসের মত দলের বিরুদ্ধে ৩-০ এগিয়ে যাওয়া। তাও একাধিক ফুটবলার না খেলা সত্ত্বেও। সত্যিই ব্যাপারটা দারুণ। দ্বিতীয়ার্ধেও আমরা খেলা নিয়ন্ত্রণ করে ভয় ধরিয়ে গিয়েছি।”

এমবাপে, গ্রিজম্যানের সঙ্গেই নজরকাড়া পারফরম্যান্স রান্দাল কোলো মুয়ানির। যদিও তারকা গোল পাননি। দিদিয়ের দেশ বলে দিয়েছেন, “ও আত্মবিশ্বাসে ভরপুর। ওঁর মুভ তো বটেই, ড্রিবলিংয়েও নজর কেড়েছে। আক্রমণের সমস্ত ফুটবলারদের মধ্যে ভালো বোঝাপড়া ছিল।”

যাইহোক, গ্রুপ-বি’তে শীর্ষে রয়েছে ফ্রান্স। গ্রিস গ্রুপের অন্য ম্যাচে জিব্রাল্টারকে ৩-০ গোলে হারিয়েছে। পরের ম্যাচে লেস ব্লুজ-রা ডাবলিনের অভিভা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে। ডাচরা খেলবে জিব্রাল্টারের বিপক্ষে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Euro qualifiers 2023 kylian mbappe makes mockery of defenders france vs netherlands