/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/quique-setien-1200_copy_759x422.jpg)
বার্সেলোনার সমস্যা কিছুতেই মিটছে না। মেসি-পর্ব কাটতে না কাটতেই এবার বার্সেলোনা ফের গাড্ডায়। সদ্য বরখাস্ত হওয়া বার্সা কোচ কুইক সেটিয়েন এবার মামলা করতে চলেছেন বার্সার বিরুদ্ধে। চুক্তিভঙ্গের অভিযোগ তুলে সেটিয়েন আদালতে যাওয়ার হুমকি দিলেন বৃহস্পতিবার।
নিজের তিন সহকারী এদের সারাবিয়া, জন পাসকুয়া এবং ফ্রান সোতোকে নিয়ে নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে সেটিয়েন জানালেন, ১৬ অগাস্ট তারিখে তাঁকে বরখাস্ত করার লিখিত নির্দেশ পান। ১৭ তারিখে ছেঁটে ফেলা হয় তাঁকে। তবে চুক্তি অনুযায়ী, বরখাস্ত করার একমাস পরেও ক্ষতিপূরণ পাননি।
আরও পড়ুন: আইপিএলে হঠাৎ বাদ মায়ান্তি, সঞ্চালনা নিয়ে আশা-আশঙ্কায় স্টার স্পোর্টস
সেই বিবৃতিতে আরো বলা হয়েছে, সেটিয়েনের তিন সহকারীও কোনো ক্ষতিপূরণ পাননি। তবে তাঁদের প্ৰস্তাব দেওয়া হয়েছে ক্লাবের অন্যত্র তাঁদের নিয়োগ করা হবে। এই বিষয়ে বার্সেলোনা কোনো বিবৃতি দিতে রাজি হয়নি।
ক্লাব প্রেসিডেন্ট বার্তামিউইকে হটাতে চেয়ে সমর্থকদের একটি গ্রুপ বিশাল পরিমান সই সংগ্রহ করেছে। যাতে অনাস্থা ভোটের প্রয়োগ করে বার্তামিউকে সরানো সম্ভব হয়। তারপরেই এমন ঘটনা বার্সা প্রেসিডেন্টের রক্তচাপ যে আরো বাড়িয়ে দেবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
অর্নেস্ত ভেলভেরদেকে সরিয়ে দেওয়ার পর জানুয়ারিতে কোচ করে আনা হয়েছিল সেটিয়েনকে। তারপর অগস্টেই ফের একবার বরখাস্ত করা হল তাঁকে। মরশুমে কোনো ট্রফি তো আনতেই পারেননি সেটিয়েন, বরং চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ হেরে লজ্জার বিদায় নিতে হয়েছে।
যাইহোক, সেটিয়েনের বিবৃতিতে বলা হয়েছে, "প্রায় একমাস বার্সার বোর্ড অফ ডিরেক্টরসরা কোনো জবাব না দেওয়ায়, ক্লাবের তরফে আমাদের সঙ্গে যোগাযোগ না করায় আমরা আইনজীবীদের মারফত বিষয়টি সমাধান করতে উদ্যোগী হয়েছি।"
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন