Advertisment

Sourav Ganguly on Rohit Sharma: রোহিতকে ক্যাপ্টেন করেছিলাম, কারণ... ফের হিটম্যানকে নিয়ে বিরাট বয়ান সৌরভের, ঝড় উঠল আবার

Virat Kohli-Rohit Sharma captaincy change BCCI: সৌরভ এই বিষয়েই এবার মুখ খুলে রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশংসায় সরব হয়েছেন। রেভ স্পোর্টস-কে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "দেখো রোহিত কীভাবে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে।"

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, BCCI, Rohit Sharma, Indian Cricket Team

Rohit Sharma captaincy: অধিনায়কত্ব ইস্যুতে নিজের অবস্থান ফের পরিষ্কার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (টুইটার)

Sourav Ganguly on Virat Kohli vs Rohit Sharma captaincy: বছর দুয়েক আগে ভারতীয় ক্রিকেট উত্তাল হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার নেতৃত্ব বদল নিয়ে। তিন ফরম্যাটেরই নেতা ছিলেন কোহলি। তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে কোহলিকে সরিয়ে তিন ফরম্যাটের ক্যাপ্টেন হয়ে যান রোহিত শর্মা। ২০২০-তে টি২০ বিশ্বকাপের আগে বিরাট কোহলি হঠাৎ ঘোষণা করেন টি২০ ওয়ার্ল্ড কাপের পর তিনি জাতীয় টি২০ দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন।

Advertisment

বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা সফরের আগে হঠাৎ করেই কোহলিকে ওয়ানডে থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে হঠাৎ বিষ্ফোরকভাবে কোহলি দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের পর লম্বা ফরম্যাটের নেতৃত্বকেও বিদায় জানান।

ঘটনা এখানেই শেষ নয়। কোহলি এরপরেই মুখ খুলে হঠাৎ বলে দেন, তাঁকে না জানিয়েই ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। যা নিয়ে পাল্টা বিবৃতি দেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং। চাপান-উতোরে বেনজির পরিস্থিতি তৈরি হয় টিম ইন্ডিয়ার অন্দরমহলে।

আরও পড়ুন- বোর্ডের একের পর এক সুযোগ-সুবিধা বন্ধ! কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ে ধ্বংস হল ঈশান-শ্রেয়স ভবিষ্যৎ

সৌরভ এই বিষয়েই এবার মুখ খুলে রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশংসায় সরব হয়েছেন। রেভ স্পোর্টস-কে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "দেখো রোহিত কীভাবে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে। ভারতকে ফাইনালে তুলে নিয়ে গিয়েছিল নেতৃত্ব দিয়ে। ফাইনালে হারার আগে ভারত বিশ্বকাপের সেরা দল ছিল। অবশ্যই ও একজন ভালো অধিনায়ক। ওঁকে এরকম দুরন্ত নেতৃত্ব দিতে দেখে আমি অন্তত অবাক নই। ওঁকে অধিনায়ক করেছিলাম, কারণ ওঁর প্রতিভা আগেই বুঝতে পেরেছিলাম। ও যা করছে তাতে আমি মোটেই বিস্মিত নই।"

এর আগে সৌরভ স্পষ্ট দাবি করেছিলেন, কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর পিছনে তাঁর অন্তত কোনও হাত নেই। টেস্টে কোহলির নেতৃত্ব ত্যাগ নিয়ে বোর্ড কতটা প্রস্তুত ছিল জানতে চাওয়া হলে মহারাজ গত জুনে জানিয়েছিলেন, “দক্ষিণ আফ্রিকা সফরের পর তো একদমই নয়। কোহলি কেন এমন করল, এখনও জানি না। হয়ত ও বলতে পারবে।”

কেন রোহিতকে নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল, সেই প্রসঙ্গে অতীতের সেই সাক্ষাৎকারে মহারাজ বলেছিলেন, "সেই সময় রোহিতই নেতা হওয়ার সেরা বিকল্প ছিল। ও পাঁচটা আইপিএল জিতেছে। যখনই ওঁকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এশিয়া কাপের মত টুর্নামেন্টে, ও জিতে প্রমাণ করেছে নিজেকে। হেরে গেলেও ও এবারও কিন্তু নেতৃত্ব দিয়ে দলকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছে। আমরা বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছেছি। ২০২১-এর আগে আমরা এমনকি নকআউটের জন্যও কোয়ালিফাই করতে পারিনি। রোহিতের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একমাত্র ও এবং এমএস ধোনিই পাঁচবার করে আইপিএল জিতেছে। যেটা অন্য কেউ পারেনি।”

BCCI Sourav Ganguly Virat Kohli Rohit Sharma
Advertisment