Atul Wassan on India vs Pakistan: পাকিস্তান হারিয়ে দিক ভারতকে, চাইছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

Atul Wassan on India vs Pakistan: পাকিস্তান, যারা টুর্নামেন্টের টেকনিক্যালি আয়োজক দল, তারা দুবাইয়ের স্টেডিয়ামে যেন আয়োজক দেশের ট্যাগ সরিয়ে খেলতে নামবে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Pakistan t20 World Cup ticket price

IND vs PAK: রবিবার মহারণে মুখোমুখি ভারত-পাকিস্তান (টুইটার)

Atul Wassan on India vs Pakistan: পাকিস্তান নিজেদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে ভারতের বিরুদ্ধে রবিবার দুবাইয়ে মুখোমুখি হওয়ার আগে থেকেই নক-আউটের চাপে রয়েছে। এমন অবস্থায় ভারতের তরফেই অপ্রত্যাশিতভাবে সমর্থন পেয়েছে মহম্মদ রিজওয়ানের দল।

Advertisment

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানোর আট বছর পর, পাকিস্তানের আয়োজনেই বড় ধাক্কা লেগেছে প্ৰথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে বসায়। অন্যদিকে, ভারত দুবাইয়ে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে চার দলের গ্রুপে শীর্ষস্থানে অবস্থান করছে, যার মধ্যে দুটি দল সেমি-ফাইনালে যাবে।

তবে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় গ্রুপের বাকি ফলাফল নিয়ে উত্তেজনা কমাতে পারে। এমন পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় পেসার অতুল ওয়াসান প্রতিবেশী দলটিকে চমক দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি জমিয়ে তুলতে সমর্থন জানিয়েছেন।

"আমি চাই পাকিস্তান জিতুক। টুর্নামেন্টের দিক থেকে মজা হবে (মজা আয়েগা)। পাকিস্তানকে জিততে না দিলে আপনি কী করবেন? পাকিস্তান জিতলে প্রতিযোগিতা তৈরি হয়। সমান লড়াই হওয়া উচিত," ৯টি ওডিআই ও ৪টি টেস্ট খেলা ওয়াসান এএনআইকে বলেন।

Advertisment

২০২১ টি২০ বিশ্বকাপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টি২০ জয়লাভ করলেও, পাকিস্তান ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর থেকে ছয়টি ওডিআই ম্যাচে জয় পায়নি।

রোহিত শর্মার দল গত বছর আহমেদাবাদে ওডিআই বিশ্বকাপের লিগ-স্টেজ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয়, এর আগে একই বছর এশিয়া কাপে দুবার হারায় পাকিস্তানকে।

Champions Trophy Indian Cricket Team Indian Team India Vs Pakistan match Team India Team India