ফের একবার কলঙ্কিত ফুটবলের মক্কা। কলকাতা ময়দানের অত্যন্ত পরিচিত মুখ ড্যানিয়েল বিদেমিকে ভিসা জাল করার অভিযোগে গ্রেফতার করল পুলিশ। বছর তিনেক আগেও মোহনবাগান জার্সিতে ফুটবল খেলেছিলেন এহেন নাইজেরিয়ান ফরোয়ার্ড।
মঙ্গলবার আনন্দপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে। বিদেমির বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালে জাল ভিসা নিয়ে তিনি দিল্লি বিমানবন্দর থেকে নিজের দেশে গিয়েছিলেন। এখানেই শেষ নয়, সেই জাল ভিসা নিয়ে তিনি আরও একাধিক দেশেও ভ্রমণ করেছেন বলেও উঠে এসেছে তদন্তের রিপোর্টে। বুধবার অর্থাৎ আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল বছর তিরিশের ফুটবলারকে। পুলিশের তদন্তকারী অফিসারদের মারফত জানা গিয়েছে যে, জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৯ মার্চ পর্যন্ত তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
আরও পড়ুন: জমে গেল আই-লিগ, খেতাবের স্বপ্ন জিইয়ে রাখল ইস্টবেঙ্গল
সেই ২০০৭ থেকে নাইজেরিয়ার লাগোসের বাসিন্দা কলকাতায়। মহামেডানের হাত ধরে ভারতীয় ফুটবলে তাঁর পদার্পণ হয়েছিল। এরপর কলকাতা পোর্ট ট্রাস্ট, চিরাগ ইউনাইটেড, শিলং লাজং, স্পোর্টিং গোয়া, ইউনাইটেড সিকিম, লাংসিং এফসি, ভবানীপুর, মোহনবাগান, সাদার্ন সমিতি হয়ে গতবছর খেলেছেন টালিগঞ্জ অগ্রগামীতে।
অন্যদিকে ইস্টবেঙ্গল কোচের চুক্তি বাড়ল। চলতি আই-লিগে আলেসান্দ্রো মেনেন্দেস গার্সিয়ার কোচিংয়ে দুরন্ত ফুটবল খেলেছে জবি জাস্টিনরা। কোচের পারফরম্যান্সে খুশি হয়ে তাঁর সঙ্গে আরও দু'বছর চুক্তি বাড়াল লাল-হলুদ। রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ বলছেন, "আমি অত্যন্ত খুশি হয়েছি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারব ভেবে। ইস্টবেঙ্গলকে বিশ্বমানের ক্লাবে পরিণত করব।"