Advertisment

Danish Kaneria on India's pakistan visit for champions trophy: পাকিস্তান নিরাপদ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসো না! কোহলিদের বড় পরামর্শ পাক তারকার

Danish Kaneria on India-Pakistan cricket: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পা না রাখার পরামর্শ পাকিস্তানের সুপারস্টারের, বললেন তাঁর দেশ এখনও নিরাপদ নয়। বড় মন্তব্যে বেআব্রু করলেন নিজের দেশকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan, champions trophy, ভারত বনাম পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান ম্যাচের একটি দৃশ্য (আইসিসি টুইটার)

Danish Kaneria on India-Pakistan cricket, champions trophy: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়া নিয়ে অনিশ্চয়তা ক্রমবর্ধমান। এমন অবস্থায় ভারতকে আইসিসির ইভেন্ট খেলতে পাকিস্তানে যেতে বারণ করলেন স্বয়ং পাকিস্তানি তারকা দানিশ কানেরিয়া। রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত গত বছর এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তানে যায়নি। হাইব্রিড মডেলে ভারত সব ম্যাচ খেলেছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়।

Advertisment

স্পোর্টস টক-এ দানিশ কানেরিয়া জানিয়েছেন, "পাকিস্তানের অবস্থা বিবেচনা করে দেখা হোক। ভারতীয় দলের মোটেও পাকিস্তানে আসা উচিত হবে না। এই বিষয়ে পাকিস্তানেরও ভাবনাচিন্তা করা উচিত।" আইসিসির তরফে এখনও নিশ্চিত করে ভারতের পাকিস্তানে যাত্রা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে ক্রিকেট মহলের ধারণা, ভারত সম্ভবত দুবাইয়ে নিজেদের ম্যাচ গুলি খেলবে।

কানেরিয়া আরও বলেছেন, "ক্রিকেটারদের নিরাপত্তা সর্বাগ্রে প্রাধান্য পাওয়া উচিত। সম্মান হল দ্বিতীয় প্রধান্যের বিষয়। আমার মনে হয় বিসিসিআই দারুণ কাজ করছে। ওঁদের সিদ্ধান্ত যাই হোক না কেন, অন্য দেশেরও তা মেনে নেওয়া উচিত। আমার মনে হয়, হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট আয়োজিত হবে।"

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পাকিস্তানের সমস্ত ক্রিকেট স্টেডিয়াম ঢেলে সাজানো হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। কানেরিয়া এই বিষয়ে বলেছেন, "পিসিবির অর্থ রয়েছে। তাই পরিকাঠামো উন্নয়নে আরও নজর দিতে হবে। নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে।"

ফেব্রুয়ারির ১৯ থেকে মার্চের ৯ পর্যন্ত আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যেই লাহোরের গদ্দাফি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়াম পুনর্নির্মাণ করা হয়েছে। জিও নিউজের তথ্য অনুযায়ী, পাক বোর্ডের তরফে তিন ভেন্যু ঢেলে সাজানোর জন্য ১২.৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি লন্ডনে বিডিপি প্যাটার্ন-এর অফিসে গিয়েছিলেন।

সেখানে গিয়ে তিনি চেয়ারম্যান ক্রিস হার্ডিং এবং অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে স্টেডিয়াম সাজানোর বিষয়টি নিশ্চিত করেন। ইউকে ভিত্তিক এই সংস্থা বিশ্বজুড়ে ২০০-র বেশি আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থাপনায় সাহায্য করেছেন।

Read the full article in ENGLISH

Indian Team Champions Trophy pakistan Team India Pakistan Cricket Team India Cricket Team Pakistan Cricket
Advertisment