/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/dawood-pakistan.jpg)
Javed Miandad on Dawood Ibrahim: দাউদের প্রশংসায় পঞ্চমুখ জাভেদ মিয়াঁদাদ (টুইটার)
Pakistan Cricket Team: বিশ্বের অন্যতম কুখ্যাত জঙ্গি তিনি। মুম্বই বিস্ফোরণের মাস্টার মাইন্ড। ভারতে একের পর এক সাম্প্রদায়িক জঙ্গি হামলা চালিয়ে দাউদ ইব্রাহিম বেশ কয়েক দশক ধরে পাকিস্তানের করাচির বাসিন্দা।
পাকিস্তানে আত্মগোপন করেই ডি-কোম্পানি নামের কুখ্যাত জঙ্গি নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন একদা মুম্বইয়ের বাসিন্দা দাউদ। ইন্টারপোলের নিষিদ্ধ তালিকাতেও রয়েছেন তিনি।
আর সেই দাউদ ইব্রাহিমেরই খুল্লামখুল্লা প্রশংসায় মাতলেন পাকিস্তানের ক্রিকেটের নক্ষত্র জাভেদ মিয়াঁদাদ। সরাসরি দাউদ ইব্রাহিমকে মুসলিমদের মসিহা-ও বলে দেন তিনি।
পাক সাংবাদিক হাসান নিসারের ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এসেছিলেন মিয়াঁদাদ। সেখানেই দাউদকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যান একসময়ের তারকা ব্যাটার। মিয়াঁদাদ নিজের ছেলে জুনেইদের বিয়েও দিয়েছেন দাউদের মেয়ে মাহরুখের সঙ্গে। ২০০৫ সালেই বৈবাহিক সূত্রের মাধ্যমে পারিবারিক সম্পর্কে বাঁধা পড়েন মিয়াঁদাদ-দাউদ ইব্রাহিম।
Javed Miandad: "It's an honour for me that my son is married to Dawood Ibrahim's daughter. Dawood bhai is a different type of person. It's not easy to understand him. What he has done for Muslims will be written in letters of gold."
Translation: "We jehadis of the subcontinent… pic.twitter.com/QogYfWGsci— Rakesh Krishnan Simha (@ByRakeshSimha) March 20, 2024
পারিবারিক সম্পর্ক খোলসা করতে গিয়ে মিয়াঁদাদ জানিয়েছেন, "ওঁর সঙ্গে আমার বহুদিন ধরে আলাপ, সেই দুবাই থেকে। এটা আমার কাছে সম্মানের বিষয় যে ওঁর মেয়ে আমার ছেলের জীবনসঙ্গিনী হয়েছে। ও (দাউদের মেয়ে) উচ্চ শিক্ষিত। কনভেন্ট এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছে। উনি মুসলিমদের জন্য যা করেছেন তাতে ওঁর নাম বহুদিন লেখা থাকবে।"
আরও পড়ুন- গম্ভীরের বায়নাক্কা সহ্য করে নিয়েছেন শাহরুখ! IPL শুরুর আগেই নাইটদের সম্পর্কের সমীকরণ প্রকাশ্যে
পাকিস্তানে থাকার সময় দাউদকে নিয়ে বারবার জল্পনা ছড়িয়ে পড়ে। গত ডিসেম্বরেই যেমন হঠাৎ রটে যায় দাউদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এমনকি বিষ পান করে তাঁর মৃত্যু হয়েছে, এমনও রটে যায়। তবে কোনও খবরেরই সত্যতা সত্য স্বীকার করা হয়নি।