Advertisment

রোনাল্ডোর রিয়েল মাদ্রিদ-বন্ধু, মেসির PSG সতীর্থ! আল নাসের সই করাচ্ছে বিশ্বকাপজয়ী সুপারস্টারকে

আল নাসেরে ফের যোগ দিতে চলেছেন নামি সুপারস্টার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদি আরবের আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আড়াই বছর সুপারস্টার আপাতত থাকবেন মরু দেশেই। জানা যাচ্ছে আল নাসেরে রোনাল্ডোর সঙ্গে এবার রিইউনিয়ন ঘটতে চলেছে সের্জিও রামোসের।

Advertisment

এসআর দিপোর্টেস-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি সিজনের শেষেই পিএসজির সঙ্গে রামোসের চুক্তি শেষ হচ্ছে। তারপরেই তিনি পুরোনো বন্ধুর সঙ্গে যোগ দেবেন আল নাসেরে।

আরও পড়ুন: বার্সেলোনায় রোনাল্ডিনহোদের এভাবেই সম্মান জানাতেন মেসি! শিক্ষা নিতে পারেন এমবাপে

জানা যাচ্ছে আল নাসেরের টার্গেট ছিলেন রামোস নন, রিয়েল মাদ্রিদেরই অন্য সুপারস্টার। ক্রোয়েশিয়ার মহাতারকা লুকা মদ্রিচ। মদ্রিচের কাছে বড়সড় আর্থিক প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল আল নাসের। তবে পত্রপাঠ নাকি সৌদি ক্লাবের প্রস্তাব খারিজ করে দিয়েছেন ক্রোট তারকা। মার্কার প্রতিবেদন অনুযায়ী, মদ্রিচ জানিয়েছেন, তিনি অন্তত আরও একবছর স্পেনে খেলতে চান। মদ্রিচের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরেই স্পেনের জাতীয় দলের হয়ে ২০১০-এ ফিফা বিশ্বকাপ, ২০০৮, ২০১২-য় ইউরো জেতা তারকাকে অফার দেয় আল নাসের।

সৌদিতে সই করার পর এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি রোনাল্ডো। প্রদর্শনী ম্যাচে জোড়া গোল করলেও তারপর আল নাসেরের জার্সিতে পরপর সুপারফ্লপ হয়েছেন। ইত্তেফাক এফসির বিরুদ্ধে সৌদি লিগের অভিষেকে রোনাল্ডো গোল না করতে পারলেও জয় পেয়েছিল দল। তবে সৌদি সুপারকাপে আল ইত্তিহাদের বিপক্ষে ১-৩ গোলে বিধ্বস্ত হয়ে সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছে আল নাসের। রোনাল্ডো সহজ সিটার নষ্ট করেন। তারপরেই বিষ্ফোরকভাবে আল নাসের কোচ রুডি গার্সিয়া হারের জন্য ৩৭ বছরের মহাতারকার দিকে আঙ্গুল তুলেছেন।

Reda the full article in ENGLISH

Saudi Arab Cristiano Ronaldo Lionel Messi Real Madrid leo messi PSG Sergio Ramos Cristinao Ronaldo saudi arabia
Advertisment