Advertisment

BCCI central contracts: জোর করে কিছুই হয় না! জয় শাহের BCCI নিয়ে এবার 'আগুন' ঋদ্ধির, সাফ জানালেন নিজের মত

Shreyas Iyer Ishan Kishan dropped from BCCI central contracts wriddhiman saha reacts: জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন। মহেন্দ্র সিং ধোনির পর টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটারের দায়িত্ব সামলেছেন কোহলি জমানায়। তবে ২০২১-এর পর টিম ইন্ডিয়ায় ব্রাত্য হয়ে গিয়েছেন। কেএস ভরত, ঋষভ পন্থ, ঈশান কিষানদের হাতে রাজ্যপাট ছেড়ে যেতে হয়েছে। এমনকি বাংলা থেকেও পাততাড়ি গুটিয়েছেন তারকা কিপার-ব্যাটার। খেলছেন ত্রিপুরার হয়ে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India, BCCI, BCCI central contracts 2024, Shreyas Iyer, Ishan Kishan, wriddhiman saha

BCCI central contracts: বোর্ডের বিতর্কিত সিদ্ধান্তে নিজের মত জানালেন ঋদ্ধিমান (টুইটার)

BCCI central contracts Ishan Kishan Shreyas Iyer wriddhiman saha: ঈশান কিষান-শ্রেয়স আইয়ারের বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া বড় বিতর্কের জন্ম দিয়েছে। দেশের ক্রিকেট সমাজ কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। এক পক্ষ হার্দিক পান্ডিয়াকে উদাহরণ হিসেবে খাড়া করে বোর্ডের নীতির সামঞ্জস্যতা নিয়ে সরব হয়েছেন। ইরফান পাঠান রয়েছে এই দলে। আবার এক পক্ষ বোর্ডের এই কড়া অবস্থানকে সমর্থন জানিয়েছেন। সৌরভ বোর্ডের নীতির প্রশংসাই করেছেন এই ইস্যুতে।

Advertisment

এবার মুখ খুললেন ঋদ্ধিমান সাহাও। জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন। মহেন্দ্র সিং ধোনির পর টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটারের দায়িত্ব সামলেছেন কোহলি জমানায়। তবে ২০২১-এর পর টিম ইন্ডিয়ায় ব্রাত্য হয়ে গিয়েছেন। কেএস ভরত, ঋষভ পন্থ, ঈশান কিষানদের হাতে রাজ্যপাট ছেড়ে যেতে হয়েছে। এমনকি বাংলা থেকেও পাততাড়ি গুটিয়েছেন তারকা কিপার-ব্যাটার। খেলছেন ত্রিপুরার হয়ে।

ঈশান-শ্রেয়স ইস্যুতে এবার মুখ খুললেন তিনিও। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "এটা একান্তই বোর্ড এবং সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিষয়। তবে জোর করে কিছুই করানো যায় না।"

আরও পড়ুন- বোর্ডের একের পর এক সুযোগ-সুবিধা বন্ধ! কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ে ধ্বংস হল ঈশান-শ্রেয়স ভবিষ্যৎ

বাংলার তারকার আরও সংযোজন, "ফিট থাকলে সবসময়েই ক্রিকেটের মধ্যে থাকি। এমনকি ক্লাব ক্রিকেটেও অংশ নিই। প্রত্যেক ম্যাচ-ই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। এভাবে যদি প্রত্যেক ক্রিকেটার ভাবে, তাহলে তাঁদেরই কেরিয়ারে ভালো হবে। এটা ভারতীয় ক্রিকেটের জন্যও ভালো।"

"ঘরোয়া ক্রিকেটের সবসময় গুরুত্ব রয়েছে। সরফরাজ খানের কথা যদি বলি, গত পাঁচ-ছয় বছরে ও প্রচুর রান করেছে। অবশ্যই ক দারুণ পারফর্ম করেছে।" জানিয়েছেন ঋদ্ধিমান।

চলতি ইংল্যান্ড সফরে নতুন তারকা হিসাবে আবির্ভাব ঘটেছে ধ্রুব জুরেলের। রাজকোটে অভিষেক ঘটানোর পর রাঁচিতে দলকে জিতিয়েছেন। চাপের মুখে দুই ইনিংসেই তাঁর ব্যাটিং ম্যাচের ফারাক গড়ে দিয়েছে। ম্যাচের সেরাও হয়েছেন। ধ্রুবকে নিয়ে ঋদ্ধিমান বলেছেন, "ঘরোয়া ক্রিকেটে ওঁকে কোনওদিন খেলতে দেখিনি। এমনকি টেস্টেও ওঁর ব্যাটিংয়ের হাইলাইটস দেখেছি। তবে ওঁর ব্যাটিং অসাধারণ। শেষ টেস্টে ও-ই টিম ইন্ডিয়াকে জেতাল।"

BCCI Wriddhiman Saha Shreyas Iyer Ishan Kishan
Advertisment