ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে সদ্য়সমাপ্ত পাঁচ ম্য়াচের ওয়ান-ডে সিরিজ ৪-১ ছিনিয়ে নিয়েছে ভারতের এ দল। এই সিরিজে দেশের জার্সিতে ফের একবার ঝলসেছেন শুভমান গিল। তিনটি অর্ধ-শতরানের সৌজন্য়ে এই সিরিজে তাঁর ব্য়াট থেকে এসেছে ২১৮ রান।
গত রবিবার নির্বাচকরা যখন ভারতের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য় দল ঘোষণা করছিলেন তখন নিজেকে বিরাট কোহলির দলে আশা করেছিলেন গিল। সিনিয়র টিমে সুযোগ না পাওয়ায় রীতিমতো হতাশ মোহালির বছর উনিশের ক্রিকেটার। অথচ গিলের ইন্ডিয়া এ দলেরই সাত সতীর্থ- মণীশ পাণ্ডে, শ্রেয়াস আয়ার, ওয়াশিংটন সুন্দর, খালিল আহমেদ, নভদীপ সাইনি, দীপক চাহার এবং রাহুল চাহারকে ক্য়ারিবিয়ান সফরের ওয়ান-ডে ও টি-২০ দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। গিলকে দলে না-নেওয়ার জন্য় নেটিজেনদের একাংশ সোশাল মিডিয়ায় ক্ষোভও উগরে দিয়েছে।
আরও পড়ুন: কোথায় শুভমান গিল? ফ্য়ানেদের প্রশ্নের মুখে বিসিসিআই