Pakistan-Cricket Team: পাকিস্তান ক্রিকেট টিম। (এক্সপ্রেস ছবি)
Exclusive: PCB chairman Mohsin Naqvi: যে মুহূর্তের জন্য পাকিস্তান দীর্ঘ অপেক্ষায় ছিল, সেই মুহূর্ত ক্রমশ এগিয়ে আসছে। প্রায় ৩০ বছর পর পাকিস্তান প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোনও টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। এক দশক আগে, ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর, আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের গতি থমকে গেছিল। তবে, ২০১৭ সাল থেকে পাকিস্তান সুপার লিগ আয়োজন থেকে শুরু করে ভারত ছাড়া সব টেস্ট দলের বিরুদ্ধে সফলভাবে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দেশকে ক্রিকেটের মানচিত্রে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ১৯ ফেব্রুয়ারি করাচিতে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একান্ত আলাপচারিতায়, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি তথা পাকিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁদের বোর্ডের চ্যালেঞ্জগুলি কী কী, তা খোলাখুলি জানিয়েছেন।
Advertisment
প্রশ্ন- প্রায় ৩০ বছর পর পাকিস্তানে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট, আয়োজনের প্রস্তুতিতে কী কী বাধা পেরোতে হল?
নাকভি- ১৯৯৬ সালের বিশ্বকাপের আগে আমাদের স্টেডিয়ামগুলোয় শেষবার সংস্কার হয়েছিল। তারপর থেকে, আন্তর্জাতিক ক্রিকেটের গতি অনেক বেড়েছে। আমরা জানি, এই পরিস্থিতিতে আসন্ন টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে পাকিস্তানের কাছে সেরা ক্ষমতা দেখানোর সুযোগ। সেটা নিশ্চিত করতেই আমরা খেলোয়াড়, কর্তা, ভক্ত- সবার আন্তর্জাতিক মানের চাহিদা পূরণের চেষ্টা করেছি। আমাদের কর্মীরা অসাধারণ দক্ষতায় গাদ্দাফি স্টেডিয়াম এবং করাচি জাতীয় স্টেডিয়ামকে বিশ্বমানের ক্রিকেট আয়োজনের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলেছেন।
Pakistan chairman-Moshin Naqvi: পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। (এক্সপ্রেস ছবি)
Advertisment
প্রশ্ন- পিসিবি সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে। কিন্তু, যখন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রশ্ন আসে, সেটা তো বহুজাতিক টুর্নামেন্ট। বিদেশি দলগুলো এই টুর্নামেন্টে আসার আগে আপনাদের কাছে কোনও দাবিদাওয়া রেখেছিল?
নাকভি- ২০১৯ থেকে, ভারত ছাড়া সমস্ত প্রধান টেস্ট খেলুড়ে দেশই পাকিস্তানে এসেছে। কিছু দল তো একাধিকবার এসেছে। যেমন, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড গত কয়েক বছরে তিনবার সফর করেছে। বিদেশি খেলোয়াড়রা নিয়মিতভাবে পিএসএলে খেলছেন। ফলে, তাঁরা ইতিমধ্যেই পাকিস্তানের বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজনের দক্ষতা, নিরাপত্তা ব্যবস্থা- এগুলোর সঙ্গে পরিচিত। তবে, দ্বিপাক্ষিক সিরিজ আর বহুদলীয় আইসিসি ইভেন্ট এক না। এটা সবাই জানে। বহুদলীয় টুর্নামেন্টের জন্য আইসিসির সঙ্গে টানা সমন্বয়, নিরাপত্তা, সরবরাহ, মাঠের প্রস্তুতি- এগুলো ধারাবাহিকভাবে করে যেতে হয়।
প্রশ্ন- এই টুর্নামেন্টের জন্য তিনটি স্টেডিয়ামের সংস্কার করতে হয়েছে, পিসিবির কত খরচা হল, অর্থ উঠে আসবে?
নাকভি- আর্থিক ব্যাপারট আমরা গোপনই রাখতে চাই। তবে, এটুকু বলতে পারি যে পিসিবি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য যথেষ্ট ব্যয় করেছে। কোনও বহিরাগত অনুদান ছাড়া পিসিবিই পুরো অর্থটা ব্যয় করেছে। এতে পাকিস্তানের ক্রিকেটই শক্তিশালী হবে।