গত অগাস্টে রাগবি চ্য়াম্পিয়নশিপ, এবার ইয়োকোহামায় রাগবি বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। দেখতে গেলে রাগবির বছরটা সেদেশেরই। রাসি এরাসমাসের টিম গত শনিবার ইংল্য়ান্ডকে ৩২-১২ ব্য়বধানে হারিয়ে বিশ্বকাপ জিতেই জোড়া মাইলস্টোন স্পর্শ করেছে।
বিশ্বের তাবড় ক্রীড়া ব্য়াক্তিদের টুইট শুভেচ্ছায় ভেসে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। রজার ফেডেরার থেকে জিমি নিশামরা প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশ্ব জয়ের পর। কিন্তু আলাদাই আনন্দ পেয়েছেন ফাফ দু প্লেসি।ফাফের দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল বাইশ গজে কোনও ছাপই রাখতে পারেনি এবছর। কিন্তু রাগবি খেলোয়াড়দের বিশ্বজয়ে সামিল হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
ফাফের সঙ্গে রাগবির একটা সম্পর্ক রয়েছে। তাঁর বাবা ফ্রাঁসোয়া দু প্লেসি রাগবি খেলতেন। আটের দশকে নর্দান ট্রান্সভালের মিডফিল্ডার ছিলেন তিনি। ফলে ফাফের রক্তেও রয়ে গিয়েছে রাগবি। ফাফের সেলিব্রেশনের সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
আরও পড়ুন-প্রোটিয়াদের প্রত্যাশিত হোয়াইটওয়াশ করে ইতিহাস ভারতের
চলতি মাসের শুরুতেই ফাফের দক্ষিণ আফ্রিকা ভারতের কাছে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। কোনও ছাপই রাখতে পারেনি তাঁর দল। ভারত এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে ‘সিরিজ সুইপ’ করল।