DC vs LSG, IPL 2025: মাত্র ২৯ রান করলেও বাজিমাত, আইপিএলে 'মহারেকর্ড' গড়লেন ফাফ ডু প্লেসি

এই ম্য়াচের প্রথম একাদশে যোগ দিয়েই ফাফ ডু প্লেসি দিল্লি ক্যাপিটালসের সবথেকে বেশি বয়সি ক্রিকেটারের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন। ৪০ বছর ২৫৪ দিনে তিনি দিল্লি হয়ে প্রতিনিধিত্ব করলেন।

এই ম্য়াচের প্রথম একাদশে যোগ দিয়েই ফাফ ডু প্লেসি দিল্লি ক্যাপিটালসের সবথেকে বেশি বয়সি ক্রিকেটারের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন। ৪০ বছর ২৫৪ দিনে তিনি দিল্লি হয়ে প্রতিনিধিত্ব করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Faf Du Plessis

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার ফাফ ডু প্লেসি

Faf du Plessis Record: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের চতুর্থ ম্য়াচে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং লখনউ সুপার জায়ান্টস ( Lucknow Super Giants ) খেলতে নেমেছিল। এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন নিকোলাস পুরান এবং মিচেল মার্শ। অন্যদিকে, দিল্লির টপ অর্ডার এই ম্য়াচে যারপরনাই হতাশ করেছে। এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নেমেছেন ফাফ ডু প্লেসি। প্রথম ম্য়াচে তিনি খুব বেশি রান করতে পারলেন না। যদিও তিনি এরইমধ্যে একটি ইতিহাস কায়েম করলেন।

ইতিহাস গড়লেন ফাফ ডু প্লেসি

Advertisment

এই ম্য়াচের প্রথম একাদশে যোগ দিয়েই ফাফ ডু প্লেসি দিল্লি ক্যাপিটালসের সবথেকে বেশি বয়সি ক্রিকেটারের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন। ৪০ বছর ২৫৪ দিনে তিনি দিল্লি হয়ে প্রতিনিধিত্ব করলেন। ইতিপূর্বে, দিল্লি ক্যাপিটালসের হয়ে সবথেকে বেশি বয়সি ক্রিকেটারের তকমা জাহির খানের (Zaheer Khan) কাছে ছিল। তিনি ৩৮ বছর ২১৮ দিনের মাথায় দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। কিন্তু, এই রেকর্ড আপাতত ফাফের ঝুলিতে চলে এসেছে। তিনি দিল্লি ক্যাপিটালসের সবথেকে বেশি বয়সি ক্রিকেটার হিসেবে নাম নথিভুক্ত করলেন। জাহিরের আগে এই রেকর্ড কায়েম করেছিলেন অমিত মিশ্রা। তিনি ৩৮ বছর ১৫৪ দিনে দিল্লির হয়ে আইপিএল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন।

ব্যাট থেকে এল মাত্র ২৯ রান

এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে লখনউ ২০ ওভারে ২০৯ রানের একটা বিশাল রান খাড়া করে। LSG-র হয়ে মিচেল মার্শ ৩৬ বলে ৭২ রানের ইনিংস উপহার দেন। অন্যদিকে নিকোলাস পুরান ৩০ বলে ৭৫ রান করে দিল্লিকে কার্যত দুরমুশ করে দেন। 

Advertisment

এই টার্গেট তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডার কার্যত মুখ থুবড়ে পড়ে। এই ম্য়াচে ফাফ ১৮ বলে ২৯ রান করেন। এরমধ্যে তিনটে বাউন্ডারি এবং ২ ছক্কা রয়েছে। যদিও ৬.৪ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে উইকেট খুইয়ে আসেন তিনি। তবে আশুতোষ শর্মা ৩১ বলে অপরাজিত ৬৬ রানের একটি ধামাকাদার ইনিংস খেলেন। আর সেই সুবাদেই দিল্লি ১ উইকেটে ম্যাচটা জিতে নেয়।

Zaheer Khan Lucknow Super Giants Delhi Capitals Faf du Plessis