শেন ওয়াটসন ও ফাফ দুপ্লেসিসের ব্যাটে ১৪৮ রান তাড়া করতে নামে সিএসকে। কিন্তু খেলার মাঝপথে ওয়াটো-ফাফ এমন একটা কাণ্ড ঘটালেন যা চলতি আইপিএলের সেরা কমেডি দৃশ্য় হয়েই থেকে গেল।
অক্ষর প্যাটেল সরাসরি থ্রো তে নন স্ট্রাইকে থাকা ফাফকে রানআউট করতে চেয়েছিলেন। কিন্তু তিনি সে কাজে ব্যর্থ হন। স্টাম্প মিস করার বল চলে যায় কলিন মানরোর কাছে। তিনিও উইকেট লক্ষ্য করে স্ট্রাইকে থাকা ফাফকে আউট করতে চান। সেই বলও উইকেটের এতটা বাইরে চলে যায় যে, ঋষভ পন্থ ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আর এই পুরে জগাখিচুড়ির মাঝে দু’জন ব্যাটসম্যানই ক্রিজের মাঝে দাঁড়িয়ে পড়েন। দু’জনেই চেষ্টা করেন এক প্রান্তে ছুটে যাওয়ার। পুরো ঘটনায় দিল্লির খেলোয়াড়দের মাথায় হাত উঠে যায়। কিন্তু এহেন ডিজাস্টার দেখে শ্রেয়স হায়ার না-হেসে পারলেন না। ভিডিও দেখলেই বুঝতে পারবেন কী কাণ্ডটাই না ঘটেছিল!
আরও পড়ুন: ৬ উইকেটে সহজ জয়, মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনালে খেলবে চেন্নাই
WATCH: The 1st over confusion galore ????????
Full video here ????????https://t.co/g4EtxfzHj1 #CSKvDC pic.twitter.com/nWEdZkJ0a1
— IndianPremierLeague (@IPL) May 10, 2019
যদিও ফাফ-ওয়াটো এই ধাক্কা সামলে এরপর ফ্রি-ফ্লো ক্রিকেট খেলতেই শুরু করেন। ওপেনিং জুটিতে ৮১ রানের পার্টনারশিপ করে চেন্নাইয়ের জয়ের মঞ্চ গড়ে দেন তাঁরা। ফাফ ৩৯ বলে ৫০ ও ওয়াটসন ৩২ বলে ৫০ রান করে আউট হন। ফাইনালে যাওয়ার রাতেই চেন্নাই শততম আইপিএল ম্যাচ জয়ের মাইলস্টোন স্পর্শ করে।