Faf Du Plessis to Captain Namibia in U-19 World Cup Qualifiers: নামিবিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্বে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস। ১৭ বছর বয়সি ফাফ ডু প্লেসিসকে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য নামিবিয়া দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। তাঁর নামের সঙ্গে বিখ্যাত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফাফ ডু প্লেসিসের মিল আছে। তরুণ এই নামিবিয়ান ব্যাটসম্যান নিজেও প্রতিভাবান ডানহাতি ব্যাটার এবং লেগ-ব্রেক বোলার।
সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে তিনবার নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে প্লেসিস। তিনি বেশ ভালো মানের অধিনায়ক বলেই জানা গিয়েছে। স্থানীয় স্তরে তাঁর প্রতিভা দেখে মুগ্ধ নামিবিয়ার নির্বাচকরা। আর, এই তরুণ ক্রিকেটার তাঁর সেই নেতৃত্বের গুণেই দলকে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পৌঁছে দিতে চান।
বাছাইপর্বে নামিবিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে কেনিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিওন, তানজানিয়া এবং উগান্ডার বিরুদ্ধে। বাছাইপর্বের ম্যাচগুলো আয়োজিত হবে নাইজেরিয়ার লাগোসে। ২৮ মার্চ নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে নামিবিয়ার অভিযান। পরদিন তারা মুখোমুখি হবে সিয়েরা লিওনের। যা আয়োজিত হবে ইউনিভার্সিটি অব লাগোস ক্রিকেট ওভালে।
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হিসেবে জিম্বাবুয়ে সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেলেও, নামিবিয়াকে বাছাইপর্ব পার হতেই হবে। যদি তারা এই পর্ব জিতে যায়, তাহলে আয়োজক দেশের মর্যাদা নিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।
২০২৬ সালের বিশ্বকাপের আসর, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬তম সংস্করণ। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তারা ২০২৪ সালের ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়ে শিরোপা জিতেছিল।
আরও পড়ুন- বিরাট কি আদৌ প্রত্যাখ্যান করেছিলেন ক্যাপ্টেন্সির প্রস্তাব? শুরু নয়া বিতর্ক
প্লেসিস জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির নামের সঙ্গে মিল থাকায় অনেকেই তাঁকে সেই কিংবদন্তি খেলোয়াড়ের সঙ্গে গুলিয়ে ফেলেন। তিনি নিজেও দক্ষিণ আফ্রিকার তারকা প্লেসিসের ভক্ত। তাঁর মতই নামী খেলোয়াড় হতে চান। শুধু তাই নয়, তাঁর সঙ্গে ওই কিংবদন্তি প্রোটিয়ার মিল থাকায় তিনি রীতিমতো গর্ববোধও করেন।
প্লেসিসের দাবি, নামিবিয়ার অধিনায়ক হিসেবে তিনি দলকে মূলপর্বে তুলতে পারবেন বলেই মনে করছেন। স্থানীয়স্তরে তিনি বহুবার একাধিক দলের অধিনায়ক ছিলেন। সেই সব দলের ফলাফল বেশ ভালো। সেকথা মাথায় রেখেই তাঁর এই আত্মবিশ্বাস বলে, তরুণ ক্রিকেটার জানিয়েছেন। তাঁর দাবি, নামিবিয়ার ক্রিকেটে ক্রমাগত উন্নতি হচ্ছে। অদূর ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটার প্রথম কয়েকটি দেশের মধ্য়ে নামিবিয়ার নাম উঠে আসলে তিনি অবাক হবেন না।