/indian-express-bangla/media/media_files/2025/01/16/KOW18fHOMDe4IYKnyrSs.webp)
Fan crashes car for sam konstas: ভাইরাল সেই ঘটনা (স্ক্রিনগ্র্যাব)
Fan crashes car for Sam Konstas: অস্ট্রেলিয়ার উদীয়মান ক্রিকেটার স্যাম কনস্টাসের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেছিলেন। তখনই এক অজি ভক্ত গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্যাম কনস্টাসকে দেখে সেই ক্রিকেট ফ্যান গাড়ি থেকে নেমে দ্রুত সেলফি তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তাড়াহুড়োয় গাড়ির হ্যান্ডব্রেক লাগাতে ভুলে যান।
ফলে গাড়িটি সামনের দিকে গড়িয়ে একটি পার্ক করা গাড়িকে ধাক্কা মারে। ফলে, গাড়িটি ধীরে ধীরে সামনে থাকা একটি মিতসুবিশি ল্যান্সার গাড়ির সঙ্গে ধাক্কা খায়। সৌভাগ্যক্রমে, এই ঘটনায় কেউ আহত হননি এবং গাড়িরও তেমন ক্ষতি হয়নি।
A costly attempt at a photo with Sam Konstas. 🫣 #AUSvIND
— Herald Sun Sport (@heraldsunsport) January 15, 2025
(🎥: thunderbbl/IG) pic.twitter.com/mePkJlQ0D3
স্যাম কনস্টাস সম্প্রতি মেলবোর্নে অভিষেক টেস্টে ব্যাট হাতে চমকপ্রদ পারফরম্যান্স করে শিরোনামে উঠে আসেন। ভারতীয় বোলারদের চাপে ফেলে দিয়েছিলেন ঝড়ো ইনিংসে। বুমরাকে প্ৰথম ইনিংসেই টার্গেট করে সফল হয়েছিলেন। তাঁর এই সাফল্যের পর ভক্তদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ক্রমবর্ধমান।
সিডনি থান্ডার ক্লাব এই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে 'কনস্টাস এফেক্ট' বলে উল্লেখ করেছে। এই ঘটনার পর, কনস্টাস সংশ্লিস্ট ভক্তের সঙ্গে দেখা করে সই করা সামগ্রী উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, "আশা করি আজকের মধ্যে তার সঙ্গে দেখা করে কিছু সই করা জিনিস দিতে পারব। আশা করি তিনি ভালো আছেন।" এই ঘটনা কনস্টাসের জনপ্রিয়তার সার্থক উদাহরণ। অজি তারকা ব্যাটার এখন শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।