/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/IMG_20230919_164750.jpg)
পাক দলকে নিয়ে বড় সিদ্ধান্ত
বিশ্বকাপ শুরুর আগেই বড়সড় সিদ্ধান্ত নিল আইসিসি। হায়দরাবাদে ২৯ সেপ্টেম্বর ওয়ার্ম আপ ম্যাচে খেলতে নামছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে সেই ম্যাচে স্টেডিয়ামে কোনও দর্শকের প্রবেশকাধিকার থাকবে না। ক্লোজড ডোরে খেলা হবে। এমনটাই জানিয়ে দেওয়া হল। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে শীঘ্রই ইভেন্টের টিকেটিং পার্টনার বুকমাইশো-কে নির্দেশ দেওয়া হবে, যাঁরা সেই প্রস্তুতি ম্যাচের টিকিট কিনেছেন, তাঁদের যেন অর্থ ফিরিয়ে দেওয়া হয়।
ভারতীয় বোর্ডের এক কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন, "পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে কোনও দর্শক ছাড়াই খেলা হবে। যাঁরা টিকিট বুক করেছেন তাঁদের অর্থ রিফান্ড করা হবে।"
হায়দরাবাদ সিটি পুলিশের তরফ থেকে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে আগেই জানানো হয়েছিল, ম্যাচ যেন স্থগিত রাখা হয়। সেপ্টেম্বর ২৮-এ গণেশ বিসর্জন এবং মিলাদ উন নবি রয়েছে। জোড়া উৎসবের নিরাপত্তার বন্দোবস্ত করতে গিয়ে পর্যাপ্ত কর্মী পাওয়া যাবে না। এমন জানানো হয়। তবে বিশ্বকাপের ঠাসা ক্রীড়াসূচি আর রদবদল করতে রাজি হয়নি আয়োজক কর্তৃপক্ষ। তারপরেই দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হল।
Pakistan cricket team need Muhammad amir#Amir@TheRealPCBpic.twitter.com/BB4dIkK0md
— Muhammad Azan (@Muhamma29994201) September 18, 2023
এছাড়াও অক্টোবর ৯ এবং ১০ তারিখে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পরপর লিগ ম্যাচ রয়েছে। সেই জোড়া ম্যাচেও পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি হতে পারে। সিকিউরিটি এজেন্সির তরফে এমনই জানানো হয়েছে।
জানা যাচ্ছে স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলির তরফে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অক্টোবর ৯ এবং অক্টোবরের ১০-এর দুই ম্যাচের জন্য কোনওভাবেই নিরাপত্তা আয়োজন করতে পারবে না। অক্টোবর ৯-এ নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস এবং অক্টোবর ১০-এ মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। নরাপত্তা এজেন্সির তরফে সাফ যুক্তি পাকিস্তানের মত হেভিওয়েট ম্যাচে তাঁদের কাছে পর্যাপ্ত সিকিউরিটি থাকবে না ওই নির্দিষ্ট দিনে।
#Amir
There is no doubt that Mohammad Amir has retired from international cricket. But if Pakistan team captain Babarzam or head coach of Pakistan cricket team calls him personally and makes them agree that Pakistan team needs you, I don't think Mohammad Amir will refuse. pic.twitter.com/vqVUqqjP0k— Muhammad Muqtasid Alvi𝕏𝕏 (@muqtasid_alvi) September 19, 2023
পাকিস্তান দলকে এমনিতেই নিরাপত্তায় মুড়ে ফেলার বন্দোবস্ত করা হয়েছে। স্রেফ একটা ম্যাচেই স্টেডিয়ামে হাজির থাকবেন ৩০০০ পুলিশকর্মী। এছাড়াও পাক দল যে হোটেলে থাকবে, সেই হোটেলেও পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মী প্রয়োজন।
বোর্ডের তরফে প্রাথমিকভাবে যে সূচি ঘোষণা করা হয়েছিল, তাতে বড়সড় বদল এসেছে। কমপক্ষে নয় ম্যাচের সূচি বদলাতে হয়েছে। গুজরাটে নবরাত্রির জন্য ভারত পাক ম্যাচ, কলকাতায় কালীপুজোয় পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচও রয়েছে এর মধ্যে। এর মধ্যেই পাকিস্তানের ওয়ার্ম আপ ম্যাচ সহ হায়দরাবাদে গ্রুপ ম্যাচের আয়োজন ঘিরে জটিলতা। সবমিলিয়ে বিশ্বকাপ আয়োজনে সেই খামতি থেকেই গেল।