টেস্ট কেরিয়ারে প্রথমবার দ্বিশতরান। তারপরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন রোহিত শর্মা। শুধু ডাবল সেঞ্চুরি হাকানোই নয়, একের পর এক রেকর্ডও চূর্ণ তার ইনিংসে। তারপর থেকেই টুইটারে এখনও ট্রেন্ডিং রোহিত শর্মা। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার, সাধারণ ক্রিকেট সমর্থকরা কুর্নিশ করছেন রোহিতকে।
এদিন লুঙ্গি এনগিডির বলে ছক্কা হাকিয়ে ডাবল সেঞ্চুরিতে পৌঁছন তিনি। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন তিনি। তাঁর ইনিংস সাজানো ২৮টি বাউন্ডারি এবং ছটা ছক্কায়। ঘটনাচক্রে, এই ইনিংসেই ডেন পিয়েতের বলে ওভার বাউন্ডারিতে হাকিয়ে ১০০ রান পূর্ণ করেছিলেন তিনি। দ্বিশতরান করার পরে আপাতত একগুচ্ছ রেকর্ডের অধিকারী হয়ে গিয়েছেন। ৩২ বছরের তারকা প্রথম ভারতীয় ব্য়াটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ৫০০ প্লাস রান করে ফেললেন এদিন। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন স্বয়ং মহম্মদ আজাহারউদ্দিন। ১৯৯৬-৯৭ সিরিজে ৩৮৮ রান করেছিলেন তিনি।
আরও পড়ুন টেস্টে প্রথম দ্বিশতরান রোহিতের, দাপট অব্যাহত ভারতের
Khubsurat dohra shataq #RohitSharma tehre shataq ki ummed???? #INDvSA
— Irfan Pathan (@IrfanPathan) October 20, 2019
It ends but has to be said was a magical effort. Yest morning was tough but @ImRo45 played it out. And then the explosion came and he has yet again batted India to a winning position. That’s the best part to this innings. Bowlers have time thanks to him.
— Boria Majumdar (@BoriaMajumdar) October 20, 2019
Been so much fun watching this career defining double century from Rohit Sharma. Hopefully more on the way
— Harsha Bhogle (@bhogleharsha) October 20, 2019
These moments feels like festival ????♥️@ImRo45 pure gold pic.twitter.com/E1eGu0Wd4W
— Pragnya???? (@Lazy_girl45) October 20, 2019
100 in T20I’s, 200 in ODI’s and now 200* In Test Cricket. What a player he is. Hats off @ImRo45 ????
— Sandeep Lamichhane (@IamSandeep25) October 20, 2019
He came, he saw, he sau, he दो sau ????????#Hitman @ImRo45
— Gaurav Kapur (@gauravkapur) October 20, 2019
Writing this tweet twice as a tribute to the man who loves scoring double tons.
Writing this tweet twice as a tribute to the man who loves scoring double tons.Kudos, @ImRo45 ????????#SaddaPunjab #INDvSA #INDvsSA pic.twitter.com/wThNxCttNU
— Kings XI Punjab (@lionsdenkxip) October 20, 2019
Describe Rohit Sharma's maiden double hundred in Tests with two emojis...
We'll start: ????????#OneFamily #CricketMeriJaan #INDvSA @ImRo45 pic.twitter.com/xSz50rk1CQ
— Mumbai Indians (@mipaltan) October 20, 2019
রোহিত শর্মা অজিঙ্কা রাহানের সঙ্গে পার্টনারশিপে ২৬৭ রান যোগ করে দলকে প্রাথমিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম উইকেটে এটাই ভারতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটি পঞ্চম সর্বোচ্চ রানের জুড়ি। রাহানে নিজেও পরে ১১৫ রান করে আউট হয়ে যান। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মা আগেই সর্বোচ্চ রানের মালিক হওয়ার দৌঁড়ে শীর্ষে রয়েছেন। একটি টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কা মারার নিরিখে রোহিত পেরিয়ে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারকেও।
সবমিলিয়ে রোহিতের ইনিংসের অভিঘাতে সোশ্যাল মিডিয়ায় রোহিতের ব্যাটিং ক্লিপিং, ছবি, শুভেচ্ছার ঢল।
Read the full article in ENGLISH