Advertisment

Gary Kirsten-Pakistan Cricket: ভারতে বসেই পাকিস্তানে কোচিং! বিরাট অভিযোগে ছিন্নভিন্ন IPL কোচ, ধুয়ে দেওয়া হল সঙ্গেসঙ্গেই

Gary Kirsten Gujarat Titans batting consultant: সশরীরে পাকিস্তানে হাজির না হয়ে অনলাইনে ক্রিকেটারদের সঙ্গে কার্স্টেনের সাক্ষাৎ-এর বিষয়টি সমর্থকরা মোটেই ভালভাবে নেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড তো বটেই অনেকেই টিম ম্যানেজমেন্টকে এই কারণে একহাত নিয়েছেন। একজন সমর্থক সরাসরি লিখে দেন, "ল্যাপটপ স্ক্রিন থেকে ক্রিকেটাররা কীভাবে শিখবে? মিকি আর্থারের মত উনিও অনলাইন কোচিং করবেন। পিসিবি এটা কি ক্রিকেট নাকি ছেলেখেলা?"

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL, IPL cricket 2024

Gujarat Titans vs Royal challengers Bangalore: আইপিএলে গুজরাট টাইটান্স বনাম আরসিবি ম্যাচের এক মুহূর্ত (স্ক্রিনগ্র্যাব, টুইটার)

Gary Kirsten and Pakistan Cricket Team: দক্ষিণ আফ্রিকার বিখ্যাত কোচ গ্যারি কার্স্টেনকে সম্প্রতি হেড কোচ হিসেবে নিয়োগ করেছে পাকিস্তান। জাতীয় দলের কোচ নিযুক্ত হওয়ার পর কার্স্টেন কিছুদিন আগেই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে প্রাথমিক আলোচনা সারেন। তবে সশরীরে নয়, অনলাইন ভিডিও কলেই ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্ব সারতে দেখা যায় তারকা কোচকে। কারণ তিনি বর্তমানে আইপিএলের দায়িত্বে রয়েছেন। গুজরাট টাইটান্স-এর ব্যাটিং কোচ তিনি।

Advertisment

তবে সশরীরে পাকিস্তানে হাজির না হয়ে অনলাইনে ক্রিকেটারদের সঙ্গে কার্স্টেনের সাক্ষাৎ-এর বিষয়টি সমর্থকরা মোটেই ভালভাবে নেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড তো বটেই অনেকেই টিম ম্যানেজমেন্টকে এই কারণে একহাত নিয়েছেন। একজন সমর্থক সরাসরি লিখে দেন, "ল্যাপটপ স্ক্রিন থেকে ক্রিকেটাররা কীভাবে শিখবে? মিকি আর্থারের মত উনিও অনলাইন কোচিং করবেন। পিসিবি এটা কি ক্রিকেট নাকি ছেলেখেলা?" সেই ভিডিওতেই একজন কমেন্ট করেন, "উনি আয়ারল্যান্ড সিরিজে থাকবেন না। অনলাইন কোচিংয়ের ট্র্যাডিশন চলছেই।"

আইপিএল-এর কোচিংয়ে ব্যস্ত থাকায় কার্স্টেন পাকিস্তানে আপাতত এখনই যেতে পারবেন না। প্রোটিয়াজ গুরুর অনুপস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন তারকা আজহার মেহমুদ আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরে দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন।

পাকিস্তানের ক্রিকেট বোর্ড অবশ্য আশাবাদী, গুজরাট টাইটান্স যদি প্লে অফে কোয়ালিফাই করতে না পারে, তাহলে কার্স্টেনকে আগেভাগেই পাওয়া যাবে। কার্স্টেন যতদিন না পাকিস্তানের হেড কোচ হিসেবে যোগ দিচ্ছেন, ততদিন আজহার মেহমুদ এবং টেস্টে পাকিস্তানের হেড কোচ জেসন গিলেসপি সাদা বলের ক্রিকেটেও দায়িত্ব সামলাবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সাঈদ আজমলকে স্পিন বোলিং কোচ এবং মহম্মদ ইউসুফকে ব্যাটিং কোচের পদে নিয়োগ করা হয়েছে।

IPL Pakistan Cricket pakistan Gujarat Titans
Advertisment