/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/East_bengal.jpg)
সোমবার ডুরান্ডের প্ৰথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলতে নামার আগেই ক্লাবের তরফে বড়সড় আপডেট দিয়ে দেওয়া হল। একসঙ্গে পাঁচ ফুটবলারকে নেওয়ার কথা জানিয়ে দেওয়া হল। এর মধ্যে নামি মুখ ৩৩ বছরের নবীন কুমার।
যিনি গত বছরেই এফসি গোয়ার হয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার সাক্ষী থেকেছেন। চ্যাম্পিয়ন দলের সেই তারকা গোলকিপারকে নিয়েই চমক দিল ইস্টবেঙ্গল। সেই সঙ্গে লাল-হলুদের তরফে জানিয়ে দেওয়া হল নবি হুসেইন খান, মহিতোষ রায়, তুহিন দাস এবং শুভম ভৌমিককেও সংযোজন করে নেওয়া হল স্কোয়াডে।
আরও পড়ুন: স্পেনে জন্ম এই অস্ট্রেলিয়ান তারকাই ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি! নাম ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা
এর মধ্যে নবীনের অভিজ্ঞতা বিশাল। ২০০৮-১০'এ পাঞ্জাব লিগে সেরা গোলকিপারের সম্মান পেয়েছিলেন হোশিয়ারপুরের তারকা। তারপরে আর ফিরে তাকাতে হয়নি। সিনিয়র স্কোয়াডের হয়ে আত্মপ্রকাশ ইন্ডিয়ান এরোজের হয়ে।
We wish the very best to @naveen32navi who has joined Emami East Bengal on loan for the remainder of the season 💪🏻#ForcaGoa#AmcheGaurspic.twitter.com/hvXo6Z9VRJ
— FC Goa (@FCGoaOfficial) August 22, 2022
ইন্ডিয়ান এরোজের হয়ে ফেডারেশন কাপে অংশ নেওয়া নবীনকে পরের বছরেই সই করিয়েছিল মোহনবাগান। সবুজ মেরুন জার্সিতে ৩০টি ম্যাচও খেলেন তারকা।
আরও পড়ুন: ব্রিটিশ গার্ডিয়ান-এর সেরার সেরা প্রতিভাবান তারকা! তাঁকে তুলেই চমক ইস্টবেঙ্গলের
এর পর লোনস্টার কাশ্মীর, চার্চিল ব্রাদার্স, সালগাঁওকরের মত একাধিক আইলিগ ক্লাবে খেলতে দেখা গিয়েছে তাঁকে। আইএসএল-এ নবীনের আবির্ভাব ঘটে এফসি গোয়ার হয়ে। এরপরে এক বছর কেরালা ব্লাস্টার্সে নাম লিখিয়ে ২০১৯ থেকে খেলছিলেন গোয়াতেই। এবার গোয়া থেকেই ইস্টবেঙ্গল তুলে নিল নবীনকে।
বাকিদের মধ্যে কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের হয়ে নজর কাড়া নবি হুসেইন খান যেমন রয়েছেন, তেমন কিছুদিন আগে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে রিজার্ভ দলে থাকা মহিতোষ রায়কেও নজরে রেখেছিল ইস্টবেঙ্গল। দুজনকেই সই করিয়ে স্কোয়াড আরও শক্তিশালী করল ইস্টবেঙ্গল। এছাড়াও কালীঘাট মিলন সঙ্ঘের তুহিন দাস এবং মদন মহারাজ থেকে ফ্রি ট্রান্সফারে সই করানো হল শুভম ভৌমিককে।