Advertisment

ফিরোজ শাহ কোটলার নতুন নাম হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামবদল হচ্ছে।  প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণের তিন দিন পরেই এই সিদ্ধান্ত নিল দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্য়াসোসিয়েশন (ডিডিসিএ)।

author-image
IE Bangla Web Desk
New Update
Feroz Shah Kotla to be renamed as Arun Jaitley Stadium

ফিরোজ শাহ কোটলার নতুন নাম হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামবদল হচ্ছে।  প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণের তিন দিন পরেই এই সিদ্ধান্ত নিল দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্য়াসোসিয়েশন (ডিডিসিএ)।

Advertisment

আগামী ১২ সেপ্টেম্বর ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে এই স্টেডিয়ামে স্ট্যান্ড উন্মোচন হবে। সেদিনই অরুণ জেটলির নামে কোটলার নামকরণ হবে। মঙ্গলবার টুইট করে এমনটাই জানিয়ে দিল ডিডিসিএ। সংগঠনের প্রেসিডেন্ট রজত শর্মাও এই মর্মে টুইট করেছেন। তিনি জানিয়েছেন জেটলিকে শ্রদ্ধা জানাতেই দিল্লি ক্রিকেট সংস্থার এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: বাইশ গজের ১১ বছর ফিরে দেখলেন কোহলি, কোটলায় তাঁর নামে হচ্ছে স্ট্য়ান্ড

আরও পড়ুন: অরুণ জেটলির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল, গম্ভীর থেকে শেওয়াগের শ্রদ্ধাজ্ঞাপন

যদিও ডিডিসিএ আরও একটি টুইট করে জানিয়েছে যে, স্টেডিয়ামের নাম অরুণ জেটলির নামে হলেও মাঠের নাম কিন্তু ফিরোজ শাহ কোটলাই থাকবে। সংবাদসংস্থা পিটিআই-কে রজত শর্মা জানিয়েছেন, "অরুণ জেটলির সমর্থন আর উৎসাহে বিরাট কোহলি, বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা, ঋষভ পন্থ ও আরও অনান্য় খেলেয়াড়রা দেশকে গর্বিত করেছেন।"

ডিডিসিএ-র প্রেসিডেন্ট থাকাকালীন জেটলি কোটলাকে পুরো বদলে দিয়েছিলেন। তিনি পরিকাঠামো উন্নয়ন করেন। আধুনিক সুযোগ সুবিধা দেন। যার মধ্য়ে স্টেডিয়ামে আসন সংখ্য়া বাড়ানো ও বিশ্বমানের ড্রেসিংরুমও তৈরি করাও রয়েছে।

Read full story in English

Advertisment