এক সময় চার চাকার দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য ছিল মাইকেল শ্যুমাখারের। আগামী ৩ জানুয়ারি ৫০-এ পা দেবেন ফর্মুলা ওয়ান রেসিংয়ের সর্বকালের অন্যতম সেরা ড্রাইভার। বিশেষ দিনে শ্যুমাখারের জন্য় একটা প্রদর্শনী করতে চলেছে ফেরারি।
সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন শ্যুমাখার আজ নিছকই অতীত। পাঁচ বছর আগে স্কি করতে গিয়ে মাথায় মারাত্মক চোট পান এই জার্মান নিবাসী। তারপর থেকে আজও কোমায় শ্যুমাখার। দুর্ঘটনার পর থেকে এখনও প্রকাশ্যে আসেননি শ্যুমাখার। ফেরারি তাদের সবচেয়ে সফল ড্রাইভারকে আজও ভোলেনি। ইতালির শহর মারানেলোতে রয়েছে ফেরারির সংগ্রহশালা। সেখানেই ৩ জানুয়ারি থেকে শুরু হবে মাইকেল ফিফটি এক্সিবিশন।
আরও পড়ুন: দু’চাকায় বিশ্ব ভ্রমণ; এশিয়ার দ্রুততম হিসেবে নজির পুনের বেদাঙ্গির
ফেরারির সঙ্গে হাত মিলিয়েছে কিপ ফাইটিং ফাউন্ডেশন। শ্যুমাখারের পরিবারের পক্ষ থেকে দু’বছর আগে এই ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল। ফেরারি জানিয়েছে যে, তাদের সবচেয়ে সফল ড্রাইভারকে এভাবেই তারা কৃতজ্ঞতা জানাতে চান।
১৯৯৬-২০০৬ পর্যন্ত শ্যুমাখার ফেরারি চালিয়েছেন। সাতবারের মধ্যে পাঁচবারই ফেরারির হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি। ২০০০-২০০৪ পর্যন্ত বিজয়ী হন তিনি। এমনকি ফেরারিকে শ্য়ুমাখার ছ’টি কনস্ট্রাকটর্স খেতাবও জেতান। মাইকেল ফিফটি এক্সিবিশনে সাধারণের কাছে শ্যুমাখারের জয়গাথা বর্ণিত হবে। এটাও দেখানো হবে যে, শ্যুমাখার কিভাবে একজন ড্রাইভার থেকে পরবর্তী সময় পরামর্শদাতা হয়ে ওঠেন।