Advertisment

ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ বাতিল, বুধবারে দুঃসংবাদ এল বড়সড়

ফিফার তরফে জানানো হয়েছে, সমস্ত স্টেকহোল্ডার, অংশগ্রহণকারী দেশের ফুটবল সংস্থা, স্পনসর, ব্রডকাস্টার সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলছে তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগামী বছরে মহিলাদের অনুর্দ্ধ-১৭ বিশ্বকাপ বাতিল করল ফিফা। চলতি বছরেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বিশ্বকাপের। সূচি অনুযায়ী, নভেম্বরের ২ থেকে ২১ তারিখ পর্যন্ত আয়োজিত হওয়ার কথা এই টুর্নামেন্টের। তবে করোনা অতিমারীর কারণে আগামী বছরে পিছিয়ে গিয়েছিল টুর্নামেন্ট। নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টের দিনক্ষণ ছিল ফেব্রুয়ারির ১৭ থেকে মার্চের ৫।

Advertisment

এদিন ভারতে অনুষ্ঠিত হতে চলা সেই বিশ্বকাপ বাতিল করার কথা সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হল। এর বদলে ২০২২ সালের মহিলা বিশ্বকাপ সংস্করণের দায়িত্ব দেওয়া হচ্ছে ভারতকে। অনুর্দ্ধ-২০ মহিলা বিশ্বকাপের দায়িত্বে ছিল কোস্টারিকা। এদিন সেই সংস্করণও বাতিল করার কথা ঘোষণা করা হয়। তবে ২০২২ সালের এই টুর্নামেন্ট ফের আয়োজনের দায়িত্ব পাচ্ছে কোস্টারিকা।

আরো পড়ুন: ধোনির নেতৃত্বে জাতীয় দলে অভিষেক, অবসর নিয়ে এবার খেলবেন বিদেশে

মহিলা বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়ায় ফেডারেশনে দুঃখের আবহ। জাতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, মহিলা যুব বিশ্বকাপ বাতিল হয়ে গেলেও মহিলা ফুটবলের সম্প্রসারণের কাজ এগিয়ে নিয়ে যাবে এআইএফএফ। ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেল জানান, বিশ্বকাপ বাতিল হয়ে গেলেও ২০২২ সালের বিশ্বকাপ প্রাপ্তি আনন্দ এনে দিয়েছে।

ফিফার তরফে জানানো হয়েছে, সমস্ত স্টেকহোল্ডার, অংশগ্রহণকারী দেশের ফুটবল সংস্থা, স্পনসর, ব্রডকাস্টার সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলছে তারা। অতিমারীর জেরে মহিলা বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড এখনো সমাপ্ত করতে পারেনি কনমেবল, আফ্রিকা এবং সাউথ আমেরিকার মত মহাদেশীয় ফুটবল কনফেডারেশন। ইউরোপ পুরোপুরি যোগ্যতা অর্জনকারী পর্ব নস খেলিয়েই স্পেন, ইংল্যান্ড এবং জার্মানির নাম পাঠিয়ে দেয় ফিফায়। ওশেনিয়া গ্রুপ নিউজিল্যান্ডকে মনোনীত করে। কেবলমাত্র এশিয়া সূচি অনুযায়ী যোগ্যতা অর্জনকারী পর্ব সমাপ্ত করেছিল।

এদিন ফিফার তরফে আরো জানানো হয় চলতি বছরে কাতারে আয়োজিত হতে চলা ক্লাব ওয়ার্ল্ড কাপ স্থগিত করা হচ্ছে। এই টুর্নামেন্ট আগামী বছরে ফেব্রুয়ারির ১ থেকে ১১ তারিখ অনুষ্ঠিত হবে।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

FIFA World Cup FIFA
Advertisment